রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৫:৩০ অপরাহ্ন

শিরোনাম
রোহিঙ্গা নারী ও মেয়েদের জন্য জরুরি সুরক্ষার প্রয়োজন ধানমন্ডিতে দস্যুতার ঘটনায় আলামতসহ তিনজন গ্রেফতার গুলিস্তানে চোরাই মোবাইল চক্রের দশ সক্রিয় সদস্য গ্রেফতার: উদ্ধার ১০৩টি ফোন গণঅধিকার পরিষদের নেতাকর্মী কর্তৃক ডিএমপি কমিশনারের কার্যালয়ে হামলার ভিডিওটি গুজব SAHR প্রতিনিধিদলের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাথে সাক্ষাৎ গণ অধিকার পরিষদের রাশেদ খান নুর এর ওপর হামলাকারীর পরিচয় জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি মাননীয় প্রধান উপদেষ্টার দুই প্রতিনিধি বুয়েট শিক্ষার্থী শাদিদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে: পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা হতে ০২টি বিদেশী পিস্তল, ০২টি বিদেশী রিভলবার এবং ১০ রাউন্ড গুলিসহ ০৬ (ছয়) জন অস্ত্রধারী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২

প্রতারক শাহনাজ পারভিন ‘র বিরুদ্ধে এলজিইডির কর্মকর্তাদের ব্লাকমেলিং করে অর্থ আত্মসাৎ ‘র অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ / ১৬৯ পাঠক
প্রকাশকাল রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৫:৩০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ

এলজিইডিতে নারী কর্মচারীর শাহনাজ পারভীন ব্লাকমেলিং এর মাধ্যমে অর্থ আত্মসাৎ’র অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এলজিইডির সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) হাসানুজ্জামান।ভুক্তভোগী হাসানুজ্জামান তার লিখিত বক্তব্যে বলেছেন ,এলজিইডির সদর দপ্তরে যানবাহন শাখায় কর্মরত আছি।আমি সর্বদায় আমার কাজের প্রতি দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আসছি।
গত ১৯ /১২/২৪ ইং তারিখে আনুমানিক বিকাল ৪ ঘটিকার সময় আমাকে দেলোয়ার খাঁন পলক নামের এক ব্যাক্তি ফোন দিয়ে বলেন,আপনার একটি ভিডিও ক্লিপ আছে আমার সঙ্গে দেখা করেন।

পরে আমি অফিস টাইমের পর সাক্ষাৎ করলে, তখন তারা আমার অফিসের একজন নারী কলিগ’( শাহনাজ পারভীন) আপত্তিকর ভিডিও দেখিয়ে মোটা অংকের টাকা দাবি করেন। ভিডিওটি দেখান প্রত্যাশা কর্পোরেশনের (মিলট্রুকলার) আইডি থেকে।ভিডিওটি দেখান কবির হোসেন এবং দেলোয়ার খাঁন পলক তার ফোন নং ০১৭৩৬৮৪৩৪১-০১৯১৯২০৩৪৬০, এবং মোটা অংকের টাকা দাবি করেন। অনেক কথার একপর্যায়ে তারা আশ্বস্ত করে বলেন, ২ লাখ পঞ্চাশ হাজার টাকা দিতে হবে।আমি লাজ-লজ্জার ভয়ে এক পর্যায়ে দিতে রাজি হই এবং পরিশোধ করি।কিন্তু কয়েকদিন পর আবার ফোন দিয়ে আরো মোটা অংকের টাকা দাবি করেন এবং বিভিন্ন পেশার লোকজন এবং সাংবাদিকদের দিয়ে ফোন দিয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশের ভয় ভীতি দেখান।এমতাবস্থায় গত ১৬ /০১ /২৫ ইং তারিখে আমি নিরুপায় হয়ে শের -ই বাংলানগর থানায় আমার নিরাপত্তার জন্য একটি সাধারন ডায়েরি করি।

উল্লেখ্য ইতি পূর্বে শাহনাজ পারভীন কয়েকজন গাড়িচালক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, বর্তমানে এলপিআরে আছেন,  একজন তত্ত্বাবধায় প্রকৌশলীকে ব্লাকমেলিং করে প্রায় অর্ধ কোটি টাকা প্রতারনার মাধ্যমে হাতিয়ে নেয়।
তার কাছ থেকে রক্ষা পাননি কিছু ঠিকাদারও। শাহনাজ পারভীন একজন বাজে প্রকৃতির নারী আমাকে তার ছেলেকে দেশের বাহিরে পাঠাবে মর্মে পরামর্শ করতে কয়েক বার যোগাযোগ করে তার বাসায় ডেকে আমার সঙ্গে ব্লাকমেইলিং করা শুরু করেন।আমার কাছে ১০ লাখ টাকা চেয়ে বসে, আমি দিতে অস্বীকৃতি করলে বিভিন্ন ভাবে হুমকি দিতে থাকেন এবং গোপনে আমার ছবি তুলে ব্ল্যাকমেইলিং শুরু করেন। এখন ছবি তুলে অর্থ আদায় করাই তার একমাত্র উদ্দেশ্য।
শাহানাজ পারভীনের সাবেক স্বামী শামসুল হক ৩৬১/ক, উত্তর পীরেরবাগ ৬০ ফিট ছাপড়া মসজিদ এলাকায় ৪র্থ তলায় বসবাস করেন। তার ব্যবহার বাজে প্রকৃতির হওয়াতে তার স্বামী তাকে ডিভোর্স দিয়েছে বলে আমি জানতে পারি।
ভুক্তভোগী জনাব হাসানুজ্জামান বলেন,এ সকল মেকিং ভিডিও আমাকে হেয় করার জন্য এবং অসৎ উপায়ে টাকা উপার্জনের মাধ্যম হিসেবে ব্যাবহার করেছে, অনৈতিক সম্পর্ক তৈরি করে সমাজের কাছে এবং আমার অফিসের স্যারদের কাছে ছোট করার জন্য এপথ বেছে নিয়েছে।

এ সকল ষড়যন্ত্র ও ডিজিটাল ব্লাকমেইলিং’র মূল হোতাদের শিকড় উদ্ঘাটন করে আমি সহ অন্যদেরকে বাঁচাতে জোর দাবী করে এবং তাদেরকে আইনের আওতায় এনে বিচারের  দাবীও জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *