রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৫:০২ অপরাহ্ন

শিরোনাম
রোহিঙ্গা নারী ও মেয়েদের জন্য জরুরি সুরক্ষার প্রয়োজন ধানমন্ডিতে দস্যুতার ঘটনায় আলামতসহ তিনজন গ্রেফতার গুলিস্তানে চোরাই মোবাইল চক্রের দশ সক্রিয় সদস্য গ্রেফতার: উদ্ধার ১০৩টি ফোন গণঅধিকার পরিষদের নেতাকর্মী কর্তৃক ডিএমপি কমিশনারের কার্যালয়ে হামলার ভিডিওটি গুজব SAHR প্রতিনিধিদলের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাথে সাক্ষাৎ গণ অধিকার পরিষদের রাশেদ খান নুর এর ওপর হামলাকারীর পরিচয় জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি মাননীয় প্রধান উপদেষ্টার দুই প্রতিনিধি বুয়েট শিক্ষার্থী শাদিদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে: পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা হতে ০২টি বিদেশী পিস্তল, ০২টি বিদেশী রিভলবার এবং ১০ রাউন্ড গুলিসহ ০৬ (ছয়) জন অস্ত্রধারী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি কর্তৃক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ১ কোটি ৬ লক্ষ ১৭ হাজার ২১৪ টাকার চেক হস্তান্তর

মোঃ সিকান্দার আলী / ৮৬ পাঠক
প্রকাশকাল রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৫:০২ অপরাহ্ন

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধিত ২০১৮) অনুযায়ী কোম্পানির বাৎসরিক লভ্যাংশের ০.৫% হারে ১ কোটি ৬ লক্ষ ১৭ হাজার ২১৪ টাকার চেক হস্তান্তর করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মো: নাহিদ ইসলাম। এ অর্থ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে জমা হয়ে থাকে। বাংলাদেশের বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শ্রমিক ও শ্রমিকের উপর নির্ভরশীল পোষ্য এবং শ্রমিকের মৃত্যুর ক্ষেত্রে তার পরিবারকে তহবিল হতে সহায়তা প্রদান করা হয়।

উপদেষ্টা আজ বুধবার সচিবালয়ে চেক গ্রহণকালে বলেন, শ্রম আইন ২০০৬ (সংশোধিত ২০১৮) এর “২৩৪ ধারার উপধারা-১ এ অনুযায়ী প্রত্যেক কোম্পানী-এর মালিক প্রত্যেক বৎসর শেষ হইবার অন্যূন নয় মাসের মধ্যে, পূর্ববর্তী বৎসরের নিট মুনাফার পাঁচ শতাংশ (৫%) অর্থ যথাক্রমে অংশগ্রহণ, কল্যাণ তহবিল এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন, ২০০৬ এর ধারা ১৪-এর অধীন স্থাপিত শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে প্রদান করিবে।” এছাড়া আইনের ২৩৬ ধারায় যথা সময়ে অর্থ প্রদান না করিলে জরিমানাসহ অর্থ আদায়ের বিধান করা হয়েছে। বিভিন্ন কনস্ট্রাকশন কোম্পানি, শিপ ব্রেকিং কোম্পানি ও অন্যান্য বড় কোম্পানি লভ্যাংশের টাকা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে জমা না দিলে সরকারি কোনো টেন্ডার প্রক্রিয়ার অংশগ্রহণ করতে পারবে না।

উপদেষ্টা আরও বলেন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলের অর্থ মৃত শ্রমিকদের অনুদান, শ্রমিকের সন্তানের শিক্ষার জন্য প্রয়োজনীয় সহায়তা, মহিলা শ্রমিকের মাতৃত্ব কল্যাণে সহায়তা, শ্রমিকের দুরারোগ্য ব্যাধির চিকিৎসা সহায়তা কাজে প্রদান করা হবে। এছাড়াও, বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড কর্তৃক তেতাল্লিশ লক্ষ চৌদ্দ হাজার ছয়শত ছিয়াছি টাকা (৪৩,১৪,৬৮৬/-) এবং উনচল্লিশ লক্ষ উনআশি হাজার সাতশত উনষাট (৩৯,৭৯,৭৫৯/-) টাকার দুটি চেক হস্তান্তর করেছেন।

প্রেস ব্রিফিংয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মোঃ মুশফিকুর রহমান, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুনির হোসেন খান, বিএসসিপিএলসি-এর পক্ষে জনাব মির্জা কামাল আহম্মদ, প্রকল্প পরিচালক, SMW-6 প্রকল্প, কোম্পানির শ্রমিক অংশগ্রহণ তহবিল ও শ্রমিক কল্যাণ তহবিল ট্রাস্ট এর চেয়ারম্যান, জনাব মোঃ আব্দুস সালাম খাঁন সহ দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *