রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন

শিরোনাম
লেখক-গবেষক, রাজনীতিক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর এর মৃত্যুতে উপদেষ্টা শারমীন এস মুরশিদের শোক প্রকাশ। পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাকা মহানগর উত্তর ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমানকে গ্রেফতার করেছে সিটিটিসি অসুস্থ জার্নালিজমকে সুস্থ ও সুন্দর করতে হবে—উপদেষ্টা শারমীন এস মুরশিদ রাজধানীর তেজগাঁওয়ে ঝটিকা মিছিল আয়োজক এ টি এম ওমর ফারুকসহ অংশগ্রহণকারী ৯ আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিবি শিক্ষাজীবনকে একটি ব্রত হিসেবে তোমরা গ্রহণ কর – শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার সাইবার স্পেসকে নারী ও শিশুদের জন্য নিরাপদ করতে তরুণদের সহযোগিতা দরকার- উপদেষ্টা শারমীন এস মুরশীদ সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব — ধর্ম উপদেষ্টা স্বচ্ছ, পক্ষপাতিত্ব-স্বজনপ্রীতি মুক্ত ও মেধাভিত্তিক নিয়োগ হলে নিয়োগপ্রাপ্ত সবাই আমাদের ও দেশের সম্পদ হবে।”* -উপদেষ্টা আসিফ মাহমুদ কাকরাইলে মোবাইল কোর্ট অভিযান: কালোধোঁয়া নির্গমনে ৬টি মামলা, জরিমানা আদায়

দেশে বহু দক্ষ, অভিজ্ঞ ও মেধাবী প্রবীণ রয়েছেন কিন্তু তাদের দক্ষতা, অভিজ্ঞতাকে কোথাও কাজে লাগানো হচ্ছে না উপদেষ্টা শারমীন এস মুরশিদ

মোঃ সিকান্দার আলী / ৭৫ পাঠক
প্রকাশকাল রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যাও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। দেশে বহু দক্ষ, অভিজ্ঞ ও মেধাবী প্রবীণ রয়েছেন কিন্তু তাদের দক্ষতা, অভিজ্ঞতাকে কোথাও কাজে লাগানো হচ্ছে না। বিশাল এ প্রবীণ জনগোষ্ঠীর উন্নয়নে সেবামূলক কাজ করতে হবে।

তিনি আজ আগারগাঁও প্রবীণ হিতৈষী ভবনে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের কার্যনির্বাহী কমিটির ত্রিবার্ষিক নির্বাচন (২০২৫-২০২৭) এর নবনির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। 

নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সমাজসেবা অধিদপ্তরের পরিচালক এবং বাইগাম এর প্রশাসক মোঃ মোশাররফ হোসেন, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ ইন্তেজার রহমান,  এ সঙ্ঘের  পরিচালক (প্রশাসন) কর্নেল লোকমান আলী এবং বাইগামের জীবন সদস্যবৃন্দ বক্তৃতা করেন।

উপদেষ্টা বলেন, আমরা যারা প্রবীণ দীর্ঘ বছর অনেক দুঃখ, কষ্ট পেরিয়ে আজ হাসিমুখে  একসাথে এতো মুক্তিযোদ্ধা এসে দাঁড়িয়েছি, ৭১ সালে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা যখন দেশ স্বাধীন করেছি,  আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকলে প্রবীণ হিতৈষীদের উন্নয়ন সম্ভব হবে। তিনি বলেন, আমাদের সন্তানরা যখন বড় হয়ে যায় তখন অধিকাংশ পরিবারে প্রবীণদের অবহেলা, অসম্মান বা অনেক ক্ষেত্রে নির্যাতনও করে। তিনি বলেন, মানুষের সহজাত প্রবৃত্তি হচ্ছে পরিবার পরিজন নিয়ে শান্তিময় সুন্দর সম্মানজনক অবস্থায় দিন কাটানো। এরকম পরিবেশ বা সম্মানজনক অবস্থা যখন পান না, তখন প্রবীণ বয়সে তারা বিভিন্ন ধরনের মানসিক সমস্যায় ভুগতে থাকেন। তিনি বলেন, এজন্য দক্ষ, অভিজ্ঞ ও মেধাবী প্রবীণদের সমন্বয়ে একটি কমিউনিটি দাঁড় করাতে হবে যাতে প্রবীণদের সেবামূলক কাজ করতে পারেন। 

উপদেষ্টা বলেন, দীর্ঘ দুটি বছর এই প্রতিষ্ঠানের নির্বাচিত কমিটি ছিল না। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে সমাজসেবা অধিদপ্তর থেকে প্রসাশক নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটি নির্বাচনের মাধ্যমে একটি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে। তিনি বলেন, প্রয়োজনীয় অর্থের অভাবে সঙ্ঘের হাসপাতাল ও নিবাসটি পরিচালনায় ক্ষেত্রে আর্থিক দুর্বলতা রয়েছে যা থেকে মন্ত্রণালয়ের সহযোগিতায় উত্তোরণ করা সম্ভব। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সাহায্য সহযোগিতার আশ্বাস দেন তিনি । 

তিনি বলেন, আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত থাকলে শুধু কেন্দ্রের কার্যক্রম নয় সারাদেশে এই সংঘের যে ৯২ টি শাখা রয়েছে তার স্বাভাবিক কার্যক্রমও চিকিৎসা সেবা ফিরিয়েআনা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উপদেষ্টা নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির ১৯ জন সদস্যদের শপথ বাক্য পাঠ করান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *