বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৫ অপরাহ্ন

শিরোনাম
২ বিভাগ এক হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদাবরে পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় নেতৃত্ব দেওয়া কবজি কাটা গ্রুপের দুই ভাইসহ নয়জন গ্রেফতার আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫ নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জাপানি সংসদ সদস্যরা বাংলাদেশে শ্রম অধিকার পরিস্থিতির উন্নতির প্রশংসা করেছেন সামাজিক নিরাপত্তা শুধু একটি দাতব্য খাত নয়, এটি একটি মানবিক অঙ-উপদেষ্টা শারমীন এস মুরশিদ চুরি যাওয়া অর্থ পাচার রোধে বিশ্বব্যাপী পদক্ষেপ নেওয়ার আহ্বান – প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সংকট নিয়ে আসিয়ান সংস্থা নতুন সম্মেলনের প্রস্তাব করেছে বার্ন ইনস্টিটিউট মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে যান -স্বাস্থ্য সচিব জুলাই আন্দোলনে রোভার স্কাউটের যে ১০ জন শহীদ হয়েছেন তারা মানবতার দূত ছিলেন -শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. রফিকুল আবরার মহেশখালী- মাতারবাড়ীতে নতুন শহরের জন্ম হবে : প্রধান উপদেষ্টা

চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রাক্কালে ২.৪১১ কেজি ওজনের ১৮টি স্বর্ণের বারসহ ০২ জনকে আটক করেছে বিজিবি

মোঃ সিকান্দার আলী / ৫২ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৫ অপরাহ্ন

চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ২.৪১১ কেজি ওজনের ১৮টি স্বর্ণের বারসহ ০২ জনকে আটক করেছে বিজিবি।

অদ্য ০৪ মার্চ ২০২৫ তারিখ দুপুরে বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নাজমুল হাসান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, ভারত পাচারের উদ্দেশ্যে স্বর্ণের একটি চালান ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহন (ঢাকা মেট্রো ব-১৫-০৪৫৬) এর একটি বাসে করে সীমান্তের দিকে যাচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ হায়দার আলীর নেতৃত্বে বিজিবির একটি বিশেষ আভিযানিকদল চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের সরজগঞ্জ বাজার এলাকায় অবস্থান নেয়। আনুমানিক দুপুর ০১.১০টার সময় বিজিবি আভিযানিক দল সরজগঞ্জ বাজারে বাসটিকে সনাক্ত করে। বাসটি চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন সদরের সামনে আসলে বাসের গতিরোধ করে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। পরে ০২ জন যাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় তাদেরকে আটক করে ব্যাটালিয়ন সদরের প্রধান গেটের পার্শ্বে তাদের দেহ তল্লাশি করে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ১৮টি স্বর্ণের বার এবং নগদ ১০,১৯০/- টাকা জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক ওজন ২.৪১১ কেজি এবং বর্তমান বাজারমূল্য-২,৯৩,৭৮,২১৩/- (দুই কোটি তিরানব্বই লক্ষ আটাত্তর হাজার দুইশত তের) টাকা।

আটককৃত ব্যক্তিদের একজন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লাহ গ্রামের মৃত খোদা বক্সের ছেলে মোঃ রফিকুল ইসলাম (৪২) এবং অপরজন কুমিল্লার দেবীদ্বার উপজেলার হোসেনপুর গ্রামের মোঃ মোসলেম উদ্দিনের ছেলে মোঃ লিটন খান (২৬)।

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করতঃ থানায় হস্তান্তর এবং জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *