রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৯ পূর্বাহ্ন
জি টু জি চুক্তির আওতায় ভিয়েতনাম থাকে ১৭ হাজার ৮ শত মেট্রিক টন আতপ চাল নিয়ে mv TROUNG AN SHIP এবং আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সম্পাদিত চুক্তির আওতায় ভারত থেকে আমদানিকৃত ২১ হাজার ৮০মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে mv REK ELITE জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে আজই খালাসের কার্যক্রম শুরু হবে এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।