শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন
০৩ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে সম্পাদিত জি টু জি চুক্তির আওতায় ( ৩য় চালান) ভিয়েতনাম থেকে ২৯ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে mv OBE Dinares জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
উল্লেখ্য, ভিয়েতনাম থেকে জি টু জি ভিত্তিতে মোট ০১ লাখ মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছে। এর মধ্যে দুটি চালানে মোট ৩০ হাজার ০৩ শত মেট্রিক টন চাল ইতোমধ্যে দেশে পৌঁছেছে।
জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে এবং চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।