রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন

শিরোনাম
ডিএফপির গবেষণাপত্রের মোড়ক উন্মোচন করলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নুরুল হকের উপর এই অমানবিক হামলা কোনোভাবেই কাম্য নয় -উপদেষ্টা শারমীন এস মুরশিদ রাজধানীর কদমতলী থানা এলাকা হতে ০১ জন মাদক ব্যবসায়ীকে ৬,৩৪০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে -র‍্যাব ২ নূরুল হককে দেখতে ঢামেক হাসপাতালে স্বাস্থ্য উপদেষ্টা কৃষিতে অতিরিক্ত বালাইনাশক ব্যবহারের ফলে হাওরের মৎস্য সম্পদ ক্ষতির সম্মুখীন — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ধর্ম উপদেষ্টার সাথে পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ দেশজুড়ে অভিযান: নিষিদ্ধ পলিথিন জব্দ, কারখানা সিলগালা, জরিমানা ও সতর্কীকরণ কার্যক্রম পরিচালিত গুলিস্তানে চোরাই মোবাইল চক্রের দশ সক্রিয় সদস্য গ্রেফতার: উদ্ধার ১০৩টি মোবাইল ফোন শরীয়তপুর জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের গয়জদ্দিন আকন কান্দিতে প্রকাশ্য দিবালোকে মধ্যবয়সী নারীকে বেআইনিভাবে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে রোহিঙ্গা নারী ও মেয়েদের জন্য জরুরি সুরক্ষার প্রয়োজন

টেস্ট ড্রাইভের কথা বলে দামী গাড়ি ছিনতাই; গাড়ি ও বিদেশি পিস্তলসহ একজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ

আলী আহসান রবি - স্টাফ রিপোর্টার / ৩৯ পাঠক
প্রকাশকাল রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন

রাজধানীর শাহবাগ এলাকা থেকে টেস্ট ড্রাইভের কথা বলে টয়োটা হেরিয়ার জীপ গাড়ি ছিনতাইয়ের ঘটনায় গাড়ি ও বিদেশি পিস্তলসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপির শাহবাগ থানা পুলিশ।

গ্রেফতারকৃতের নাম আহসান আহমেদ ওরফে মাসুম (৩৬)। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ছিনতাই হওয়া জীপ গাড়ি, একটি ম্যাগজিনসহ পাঁচ রাউন্ড গুলি ভর্তি বিদেশি পিস্তল ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সোমবার (২৪ মার্চ ২০২৫ খ্রি.) রাত ৩:১৫ ঘটিকায় গুলশান থানার ৪১ নাম্বার রোডের আমারি ঢাকা নামক হোটেলের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

শাহবাগ থানা সূত্রে জানা যায়, পরীবাগ গার্ডেন টাওয়ারে অবস্থিত হইল ডিলস্ (বারভিডা- ১৭৯১) নামক একটি গাড়ির শো-রুমের স্বত্বাধিকারী মাশরুর নাঈর (২৯) জাপানিজ গাড়ির একজন আমদানিকারক ও ডিস্ট্রিবিউটর। গত ৭ মার্চ ২০২৫ তারিখ বিকেল আনুমানিক ০৫.৩০ ঘটিকায় অজ্ঞাতনামা একজন ব্যক্তি ফোন করে টয়োটা হেরিয়ার জীপ গাড়ি ক্রয় করার জন্য মাশরুর নাঈরের সাথে কথা বলে। কথাবার্তার এক পর্যায়ে মাশরুর নাঈর সেই ব্যক্তিকে তার বাসার গ্যারেজে গাড়ি দেখার জন্য আসতে বলে। পরদিন রাত আনুমানিক ০৭:৩৭ ঘটিকার সময় সেই ব্যক্তি বাসার গ্যারেজে আসে এবং গ্যারেজের বাইরে আরও দুইজন অবস্থান করে। পরবর্তীতে একটি টয়োটা হেরিয়ার জীপ গাড়ি টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য মাশরুর নাঈরের চাচাত ভাই মোঃ পিয়াল মাহমুদকে নিয়ে সেই অজ্ঞাতনামা তিনজন ব্যক্তি গাড়িটিতে উঠে। তারা গাড়িটি চালিয়ে রাত আনুমানিক ০৮:১৫ ঘটিকার সময় শাহবাগ থানাধীন পিজি হাসপাতালের সামনে মেট্রোরেল স্টেশনে আসে। তখন গাড়িটি থামিয়ে তাদের একজন পিয়াল মাহমুদের মাথায় পিস্তল ঠেকিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে গাড়ি থেকে নামিয়ে দিয়ে গাড়িটি নিয়ে চলে যায়। জীপ গাড়ির আনুমানিক মূল্য ৮৫ লক্ষ টাকা। ঘটনার কিছুক্ষণ পর ছিনতাইকারীরা মাশরুর নাঈরের হোয়াটসএ্যাপে একটি বার্তা দিয়ে মামলা না করার জন্য ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি না জানানোর জন্য হুমকি দেয়। এ ঘটনায় গাড়ির মালিক মাশরুর নাঈরের অভিযোগের ভিত্তিতে শাহবাগ থানায় গত ৯ মার্চ ২০২৫ একটি মামলা রুজু করা হয়।

থানা সূত্রে আরও জানায়, মামলাটি তদন্তকালে তথ্য ও প্রযুক্তির সহায়তায় ছিনতাইকারীদের শনাক্ত করা হয়। এরপর সোমবার (২৪ মার্চ ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ৩:১৫ ঘটিকায় গুলশান থানার ৪১ নাম্বার রোডের আমারি ঢাকা নামক হোটেলের সামনে অভিযান পরিচালনা করে আহসান আহমেদ ওরফে মাসুমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ছিনতাই হওয়া জীপ গাড়ি, একটি ম্যাগজিনসহ পাঁচ রাউন্ড গুলি ভর্তি পিস্তল উদ্ধার করা হয়। পিস্তলের গায়ে ইংরেজিতে Made in China ও প্রতিটি গুলির পিছনে KF 7.65 লেখা আছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আহসান আহমেদ ওরফে মাসুম বুয়েটের একজন সাবেক শিক্ষার্থী এবং প্রযুক্তির ব্যবহারে অত্যন্ত দক্ষ। সে একজন পেশাদার অপরাধী। এর আগে ছিনতাইসহ এরকম বহু অপরাধের সাথে সে জড়িত ছিল মর্মে স্বীকার করেছে। সে গাড়ি ছিনতাই করে নিয়ে পরবর্তীতে গাড়ির মালিকদের নিকট গাড়ি ফিরিয়ে দেওয়ার কথা বলে অর্থ দাবি করতো। গ্রেফতারকৃত মাসুমের বিরুদ্ধে বিভিন্ন থানায় গাড়ি ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *