বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন
অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, “ছিনতাই এবং যাত্রী হয়রানি দূর করতে টার্মিনালগুলোর প্রত্যেকটি জায়গায় সিটি কর্পোরেশন, ট্রাফিক পুলিশ এবং বিআরটিএ এর সমন্বিত উদ্যোগে থাকবে সিসিটিভি এবং ইলেকট্রনিক মনিটরিং, কোন প্রকার ব্লাইন্ড স্পট থাকবে না।”
আজ(মঙ্গলবার) ঢাকার সায়দাবাদ বাস টার্মিনালে সিসিটিভির আওতায় মনিটরিং কার্যক্রম পরিদর্শন ও উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রেস ব্রিফিংকালে উপদেষ্টা এ কথা বলেন।
উপদেষ্টা আরো বলেন, সরেজমিন পরিদর্শনে বাস টার্মিনাল সম্পূর্ণ নিরাপত্তা ও শৃঙ্খলা বেষ্টনীর আওতায় আনার ক্ষেত্রে সিসিটিভি স্বল্পতা পরিলক্ষিত হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সিসিটিভির সংখ্যা বৃদ্ধি করতে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। পাশাপাশি বাস টার্মিনালে পরিষ্কার পরিচ্ছন্নতা বৃদ্ধির বিষয়ে সিটি কর্পোরেশন এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন স্থানীয় সরকার উপদেষ্টা।
এছাড়াও উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং যাত্রী ভোগান্তি কমাতে সব ধরণের সহযোগিতা নিয়ে পাশে থাকবে সরকার। পাশাপাশি বাস মালিকদের কার্যক্রম আরো বৃদ্ধির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
উপদেষ্টা বলেন, বাস টার্মিনালে যথেষ্ট জায়গা রয়েছে, প্রয়োজন সঠিকভাবে ব্যবস্থাপনা করা। যাত্রীরা টার্মিনাল থেকে উঠার কথা, কিন্তু যাত্রীরা রাস্তা থেকে উঠে। ফলশ্রুতিতে রাস্তায় ট্রাফিক জ্যাম বৃদ্ধি পায় এবং ঈদে জনদুর্ভোগ বেড়ে যায়। এক্ষেত্রে রাস্তায় যাত্রী না উঠিয়ে, টার্মিনাল থেকে যাত্রী উঠা-নামার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।
বাস টার্মিনাল পরিদর্শনকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর প্রশাসকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।