রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন

শিরোনাম
ডিএফপির গবেষণাপত্রের মোড়ক উন্মোচন করলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নুরুল হকের উপর এই অমানবিক হামলা কোনোভাবেই কাম্য নয় -উপদেষ্টা শারমীন এস মুরশিদ রাজধানীর কদমতলী থানা এলাকা হতে ০১ জন মাদক ব্যবসায়ীকে ৬,৩৪০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে -র‍্যাব ২ নূরুল হককে দেখতে ঢামেক হাসপাতালে স্বাস্থ্য উপদেষ্টা কৃষিতে অতিরিক্ত বালাইনাশক ব্যবহারের ফলে হাওরের মৎস্য সম্পদ ক্ষতির সম্মুখীন — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ধর্ম উপদেষ্টার সাথে পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ দেশজুড়ে অভিযান: নিষিদ্ধ পলিথিন জব্দ, কারখানা সিলগালা, জরিমানা ও সতর্কীকরণ কার্যক্রম পরিচালিত গুলিস্তানে চোরাই মোবাইল চক্রের দশ সক্রিয় সদস্য গ্রেফতার: উদ্ধার ১০৩টি মোবাইল ফোন শরীয়তপুর জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের গয়জদ্দিন আকন কান্দিতে প্রকাশ্য দিবালোকে মধ্যবয়সী নারীকে বেআইনিভাবে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে রোহিঙ্গা নারী ও মেয়েদের জন্য জরুরি সুরক্ষার প্রয়োজন

ধানমন্ডিতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ডাকাত গ্রেফতার করায় চারজন পুলিশ সদস্য ও পুলিশকে সহায়তাকারী ছয়জনকে পুরস্কৃত করলেন ডিএমপি কমিশনার

মোঃ সিকান্দার আলী / ৪৫ পাঠক
প্রকাশকাল রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন

ধানমন্ডিতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ঘটনাস্থলে সংঘবদ্ধ ডাকাত দলের চারজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করায় ধানমন্ডি থানার চার পুলিশ সদস্য ও ডাকাত ধরতে সহায়তা করায় ছয়জনকে পুরস্কৃত করেছেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি।

বৃহস্পতিবার (২৭ মার্চ ২০২৫ খ্রি.) বিকেলে ডিএমপি হেডকোয়ার্টার্সে তাদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেন ডিএমপি কমিশনার। তাঁদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে অর্থ পুরস্কার প্রদান করেছেন ডিএমপি কমিশনার।

পুরস্কার প্রাপ্ত পুলিশ সদস্যরা হলেন: ধানমন্ডি থানার এএসআই মাসুদ পারভেজ, এএসআই আশরাফুল, কনস্টবল স্বপন মিয়া ও কনস্টবল রিকন বড়ুয়া।

ডাকাত ধরতে পুলিশকে সহায়তাকারী পুরস্কারপ্রাপ্ত ছয়জন হলেন: ভবনের ড্রাইভার মোঃ বিজয়, ভবনের নিরাপত্তা কর্মী মোঃ রিয়াজুল ইসলাম এবং উক্ত ভবনে অবস্থিত এসএম সোর্সিং নামক প্রতিষ্ঠানের কর্মী মোঃ স্বপন ভূঁইয়া, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ সিয়াম ও মোঃ টনি।

এ সময় ডিএমপি কমিশনার অপরাধীদের গ্রেফতারে পুরস্কার প্রাপ্তদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তাদের এ অনন্য সাহসিকতাপূর্ণ কাজ অন্যদের জন্য অনুকরণীয় হিসেবেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, জনগণের আন্তরিক সহযোগিতার মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সর্বোচ্চ সফল হওয়া সম্ভব। এ সময় ডিএমপি কমিশনার ডাকাত ধরতে সহায়তাকারী ছয়জনকে পুলিশের অক্সিলিয়ারি ফোর্সে নিয়োগ দেওয়ার ঘোষণা দেন।

উল্লেখ্য, গত বুধবার (২৬ শে মার্চ ২০২৫ খ্রি.) ভোরে ভিকারুন্নেসা স্কুলের ধানমন্ডি শাখার গলির একটি ছয়তলা ভবনে র‍্যাব পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ভবনটিতে থাকা “অলংকার নিকেতন জুয়েলার্স” নামের ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি, এস এম সোর্সিং অফিস ও কনসালটেন্সি অফিস থেকে ডাকাতরা প্রায় সাড়ে ৩৬ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এরপর ডাকাতরা ভবনের মালিক এম এ হান্নানকে জোর করে গাড়িতে উঠিয়ে অপরহণের চেষ্টা করে। ধানমন্ডি থানার একটি টহল টিম ওই বাড়ির সামনে হাজির হয়ে ডাকাতদের হাত থেকে তাকে উদ্ধার করে। ডাকাতরা এ সময় তাদের হাতে থাকা ছেনি ও রেঞ্জ দিয়ে পুলিশের ওপর হামলা করে। তাদের হামলায় পুলিশের কয়েকজন সদস্য আহত হন। তখন আশেপাশে থাকা লোকজনের সহায়তায় পুলিশ তাদের গ্রেফতার করে। এ সংক্রান্তে ধানমন্ডি থানায় মামলা রুজু করা হয়। এ ডাকাতির ঘটনায় ঘটনাস্থল থেকে চারজন ও গতকাল হাজারীবাগ থানা এলাকায় অভিযান পরিচালানা করে উক্ত ডাকাতির সাথে জড়িত আবদুল্লাহ ও সুমনসহ সর্বমোট ছয়জনকে গ্রেফতার করে ধানমন্ডি থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *