রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৪:০২ অপরাহ্ন

শিরোনাম
রোহিঙ্গা নারী ও মেয়েদের জন্য জরুরি সুরক্ষার প্রয়োজন ধানমন্ডিতে দস্যুতার ঘটনায় আলামতসহ তিনজন গ্রেফতার গুলিস্তানে চোরাই মোবাইল চক্রের দশ সক্রিয় সদস্য গ্রেফতার: উদ্ধার ১০৩টি ফোন গণঅধিকার পরিষদের নেতাকর্মী কর্তৃক ডিএমপি কমিশনারের কার্যালয়ে হামলার ভিডিওটি গুজব SAHR প্রতিনিধিদলের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাথে সাক্ষাৎ গণ অধিকার পরিষদের রাশেদ খান নুর এর ওপর হামলাকারীর পরিচয় জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি মাননীয় প্রধান উপদেষ্টার দুই প্রতিনিধি বুয়েট শিক্ষার্থী শাদিদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে: পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা হতে ০২টি বিদেশী পিস্তল, ০২টি বিদেশী রিভলবার এবং ১০ রাউন্ড গুলিসহ ০৬ (ছয়) জন অস্ত্রধারী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ মন্ত্রণালয়ের সভাকক্ষে সকল কর্মকর্তা- কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

মোঃ সিকান্দার আলী / ৪৯ পাঠক
প্রকাশকাল রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৪:০২ অপরাহ্ন

ঈদুল ফিতরের পুনর্মিলনী অনুষ্ঠানে আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সকল কর্মকর্তা- কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ মহিউদ্দিন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে উপদেষ্টা শারমীন এস মুরশিদ সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইল বাহিনীর বর্বরোচিত হামলায় ও নৃশংসতায় যে বাচ্চারা এবং ২৪ এর গণ আন্দোলনে এ দেশের যে বাচ্চারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার শান্তি ও পরিবারের প্রতি সহমর্মিতা জানান । তিনি বলেন, ২০০ বছর ধরে প্যালেস্টাইন, গাজা উপত্যকা ইংরেজি, শিক্ষা, আইন সভ্যতা নিয়ন্ত্রণ করে রেখেছে, তা উপমহাদেশে তাদের সভ্যতা ধরে রেখেছে। এ সভ্যতা ও গণতন্ত্রকে ধরে রাখতে হবে । তিনি আজকের এই দিনে গাজায় ও ২৪ এর গণআন্দোলনে নিহত বাচ্চাদের স্মরণ করে বলেন, গাজায় ইসরাইলের গণহত্যা পৃথিবীর সব নৃশংসতার সীমা ছাড়িয়েছে। কথিত মানবাধিকারের ধ্বজাধারী যুক্তরাষ্ট্রের বিবেক গণহত্যাকারী ইসরাইলের কাছে জিম্মি হয়ে পড়েছে। মুসলমানদের মানবাধিকার লংঘন করছে, পশ্চিমা বিশ্ব ইতিহাসের চরম ভুল পথে হাটছে, যা তাদের জন্য আত্মঘাতী। উপদেষ্টা মন্ত্রণালয়ের সকল উন্নয়ন কাজের লক্ষ্য অর্জনে সকলের সম্বলিত প্রচেষ্টা নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ মহিউদ্দিন আয়োজনের গুরুত্ব তুলে ধরে বলেন, এটি দলগত সম্প্রীতি, কর্মউদ্দীপনা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে। সচিব বলেন, ঈদের আনন্দঘন পরিবেশকে উজ্জীবিত করতে ঈদের আগে সমাজকল্যাণ মন্ত্রণালয় দেশের প্রতিটি দুস্থদের সহায়তা পৌঁছে দিয়েছে, এতিমদের ক্যাপিটেশন গ্রান্ডের টাকা পৌঁছে দিয়েছে। ঈদের আনন্দঘন পরিবেশে আয়োজিত অনুষ্ঠানটি মন্ত্রণালয়ের কর্মকর্তা- কর্মচারীদের মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় হবে এ আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *