শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন
রাজধানীর পল্টন থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ ও আইনজীবী আনিসুর রহমানকে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত
রাজধানীর পল্টন থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ ও আইনজীবী আনিসুর রহমানকে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ শুক্রবার এ আদেশ দেন।
আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ৬ এপ্রিল সকালে শাহে আলম মুরাদের নেতৃত্বে রাজধানীর পল্টন এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল হয়। পরদিন সন্ত্রাসবিরোধী আইনে শাহে আলম মুরাদসহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় শাহে আলম মুরাদ ও আনিসুর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আজ শুক্রবার আদালতে হাজির করে পুলিশ। পরে তাঁদের ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত শাহে আলম মুরাদ ও আনিসুর রহমানকে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।