রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৩:০১ অপরাহ্ন
রাজধানীর পল্লবীতে যুবলীগ মহানগর উত্তরের ব্যানারে একটি আচমকা মিছিল অনুষ্ঠিত হয় ২০ এপ্রিল, যা স্থানীয় প্রশাসনের নজরে আসার পর তদন্ত শুরু করে গোয়েন্দা বিভাগ (ডিবি)। অনুসন্ধানে উঠে এসেছে, (মিছিলটির নেপথ্যে রয়েছেন যুবলীগের বিতর্কিত মহানগর উত্তর সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, যিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন।
বিশেষ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, বাপ্পির হয়ে আওয়ামী লীগের মিছিলটি পরিচালনা করার অভিযোগ উঠে জাকিরের বিরুদ্ধে, যিনি মিরপুর জেনারেল নামে একটি প্রতিষ্ঠানের পরিচালক। এবিষয়ে জাকিরের মুঠো ফোনে কল করে জানতে চাইলে অভিযোগের বিষয়টি তিনি অস্বীকার করেন। তবে গোটা পরিকল্পনার মূল অর্থায়ন এবং তত্ত্বাবধান করেন ঐ প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও কৃষক লীগ মহানগর উত্তরের সহ-সভাপতি মো. হানিফ।
গোয়েন্দা সংস্থা ডিবি মিরপুর বিভাগ ২১ এপ্রিল সন্ধ্যায় মিরপুর জেনারেল অফিসে অভিযান চালিয়ে হানিফকে আটক করে। ডিবি সূত্র জানিয়েছে, হানিফের বিরুদ্ধে ভাষানটেক থানায় একটি গুরুতর মামলা রয়েছে—বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলা, মামলা নং: ০২, তারিখ: ১১/০৯/২০২৪। ওই মামলায় হানিফকে সন্দেহভাজন অর্থদাতা এবং উসকানিদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নাম রাজধানীর রাজনীতিতে বহুবার বিতর্কের কেন্দ্রে এসেছে। মাদক, চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগে তার বিরুদ্ধে একাধিক গোয়েন্দা প্রতিবেদনে সুস্পষ্ট তথ্য থাকলেও রাজনৈতিক ছত্রচ্ছায়ায় সে বহুদিন ধরেই ধরাছোঁয়ার বাইরে ছিল। বর্তমানে ভারতে অবস্থানরত বাপ্পি বিভিন্ন অনুগত নেতাকর্মী এবং ব্যবসায়ীকে ব্যবহার করে রাজধানীর একাধিক অঞ্চলে প্রভাব বিস্তার করে আসছে বলে দাবি একাধিক সূত্রের।
স্থানীয়ভাবে মিছিল বাস্তবায়নের প্রধান দায়িত্ব পালন করেন জাকির, যার বিরুদ্ধে পুুরবী মার্কেট ও আশপাশের এলাকার দোকানদারদের থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। মিছিলের ব্যানার, সাউন্ড, গাড়ি ও লোক ভাড়ার খরচ জোগান দেন চেয়ারম্যান হানিফ। একাধিক প্রত্যক্ষদর্শী জানায়, মিছিলটি ছিল সম্পূর্ণ পরিকল্পিত এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের উদ্দেশ্যে কর
ডিবি মিরপুর বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ‘দ্য ক্রাইম সার্চ’-কে বলেন, “এটি একটি পরিকল্পিত রাজনৈতিক কার্যক্রম ছিল যা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারত। আমরা এ বিষয়ে আরও অনুসন্ধান চালাচ্ছি এবং বাপ্পির সঙ্গে সরাসরি কারা যুক্ত তা শনাক্তের চেষ্টা চলছে।