বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:১১ অপরাহ্ন

শিরোনাম
মহেশখালী- মাতারবাড়ীতে নতুন শহরের জন্ম হবে : প্রধান উপদেষ্টা সামুদ্রিক সম্পদ রক্ষায় বৈশ্বিক অংশীদারিত্বের আহ্বান পরিবেশ উপদেষ্টার বাংলাদেশের প্রধান উপদেষ্টা দ্বিতীয়বারের মতো স্থাপত্যের জন্য আগা খান পুরস্কার লাভের জন্য স্থপতি মেরিনা তাবাসসুমকে অভিনন্দন জানিয়েছেন চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নে এআই বিশেষ অবদান রাখতে সক্ষম বিভিন্ন অপরাধে জড়িত ৫০ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ নিরাপত্তা ছাড়পত্র বিডা ওএসএস এর মাধ্যমে পুরোপুরি ডিজিটাল হচ্ছে নুরুল হক নূরের সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার নৌপরিবহন উপদেষ্টার সাথে ডেনমার্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে দেশজুড়ে অভিযান, ৪৪৪০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ সমুদ্রে আমাদের সম্পদ এখনো অজানা – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার

দুর্ধর্ষ ডাকাত দলের সদস্য মাসুমকে গ্রেফতার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ।

আলী আহসান রবি - স্টাফ রিপোর্টার / ৫২ পাঠক
প্রকাশকাল বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:১১ অপরাহ্ন

স্বর্ণ ব্যবসায়ীদের কাছে ফোনের মাধ্যমে চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি এবং ভয়ভীতি প্রদর্শনের গুরুতর অভিযোগের প্রেক্ষিতে দুর্ধর্ষ ডাকাত দলের সদস্য মোঃ মাসুম হোসেন (৩৬) কে গ্রেফতার করেছে ডিএমপির কামরাঙ্গীরচর থানা পুলিশ।

গত মঙ্গলবার ( ৬ মে ২০২৫ খ্রি.) বংশাল থানাধীন কসাইটুলি চাঁদ মসজিদ এলাকা থেকে মাসুম হোসেনকে গ্রেফতার করা হয়।

কামরাঙ্গীরচর থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মাসুম কামরাঙ্গীরচর এলাকার স্বর্ণ ব্যবসায়ীদের কাছে ফোনের মাধ্যমে চাঁদা দাবি করতেন এবং তাদের প্রাণনাশের হুমকি দিতেন। এতে এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মামলার ভুক্তভোগী স্বর্ণ ব্যবসায়ী সজল রাজবংশী ভয়ে বাধ্য হয়ে বিভিন্ন সময়ে বিকাশের মাধ্যমে মাসুমকে ৫০ হাজার টাকা প্রদান করেন। অন্যান্য স্বর্ণ ব্যবসায়ীরাও ভয়ে ব্যবসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এছাড়া মাসুম ফোনে সজলকে হুমকি দিয়ে বলেন, “তোর তো কই মাছের প্রাণ, একটা গুলি পায়ে করেছি, টাকা না দিলে এবার প্রাণে মারবো।” এছাড়াও অন্য ব্যবসায়ীদের ফোন করে বলতেন, “টাকা না দিলে তোদের সজলের মতো অবস্থা হবে।”

থানা সূত্রে আরো জানা যায়, বিষয়টি কামরাঙ্গীরচর থানা পুলিশ, লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার এবং লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনারের নজরে আসার পর, স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় এবং তাকে গ্রেফতারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তথ্যপ্রযুক্তির সহায়তায় অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে গত মঙ্গলবার বংশাল থানাধীন কসাইটুলি চাঁদ মসজিদ এলাকা থেকে মাসুম হোসেনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাসুমের বিরুদ্ধে পূর্বে হত্যামামলা ও ডাকাতি মামলা রয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তার দলের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মাসুমের গ্রেফতারের পর কামরাঙ্গীরচর এলাকার স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। কামরাঙ্গীরচর থানা পুলিশ স্থানীয় ব্যবসায়ীদের আশ্বস্ত করেছে কেউ যদি ফোন বা প্রকাশ্যে চাঁদা দাবি করে বা হুমকি দেয়, তবে তাৎক্ষণিকভাবে কামরাঙ্গীরচর থানায় অবহিত করতে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *