রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৮:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম
গুলিস্তানে চোরাই মোবাইল চক্রের দশ সক্রিয় সদস্য গ্রেফতার: উদ্ধার ১০৩টি ফোন গণঅধিকার পরিষদের নেতাকর্মী কর্তৃক ডিএমপি কমিশনারের কার্যালয়ে হামলার ভিডিওটি গুজব SAHR প্রতিনিধিদলের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাথে সাক্ষাৎ গণ অধিকার পরিষদের রাশেদ খান নুর এর ওপর হামলাকারীর পরিচয় জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি মাননীয় প্রধান উপদেষ্টার দুই প্রতিনিধি বুয়েট শিক্ষার্থী শাদিদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে: পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা হতে ০২টি বিদেশী পিস্তল, ০২টি বিদেশী রিভলবার এবং ১০ রাউন্ড গুলিসহ ০৬ (ছয়) জন অস্ত্রধারী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২ রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা হতে ০২টি বিদেশী পিস্তল, ০২টি বিদেশী রিভলবার এবং ১০ রাউন্ড গুলিসহ ০৬ (ছয়) জন অস্ত্রধারী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২ কাকরাইলের পরিস্থিতি নিয়ে আই এস পি আর এর বিবৃতি

কৌশলগত পরিবহন পরিকল্পনা (Updating of the Revised Strategic Transport Plan-URSTP) নিয়ে পর্যালোচনা ও খসড়া চূড়ান্ত প্রতিবেদনের উপর কর্মশালা অনুষ্ঠিত

মোঃ সিকান্দার আলী / ৩০ পাঠক
প্রকাশকাল রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৮:৫৫ পূর্বাহ্ন

ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা আনয়ন ও ঢাকাবাসীর জীবনমান উন্নয়নে আজ রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ডিটিসিএ এর সভাকক্ষে কৌশলগত পরিবহন পরিকল্পনা (Updating of the Revised Strategic Transport Plan-URSTP) নিয়ে পর্যালোচনা ও খসড়া চূড়ান্ত প্রতিবেদনের উপর কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব (আরবান ট্রান্সর্পোট অনুবিভাগ) নাফিউল হাসান এবং এতে সভাপতিত্ব করেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এর নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) নীলিমা আক্তার।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব (আরবান ট্রান্সর্পোট অনুবিভাগ) নাফিউল হাসান বলেন, কৌশলগত পরিবহন পরিকল্পনা ঢাকাবাসীর জীবন মান উন্নয়ন ও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন, ঢাকার পরিবহন ব্যবস্থাকে টেকসই করতে এর সাথে সংশ্লিষ্ট সকল অংশীদারদের মধ্যে যথাযথ সমন্বয়ের মাধ্যমে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সকলের সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। দেশের সম্পদের সীমাবদ্ধতা কথা উল্লেখ করে প্রধান অতিথি বলেন, আমাদের পরিকল্পনা প্রণয়নে উদ্ভাবন ও প্রযুক্তিগত উৎকর্ষতার দিকে মনোযোগ দিতে হবে এবং একইসাথে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

কর্মশালায় সভাপতির বক্তব্যে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এর নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) নীলিমা আক্তার কর্মশালায় অংশগ্রহণকারী সকল অংশীদারদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং কৌশলগত পরিবহন পরিকল্পনার সাথে যুক্ত সকলের অফুরন্ত চেষ্টা এবং উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এসময় তিনি বলেন, ভবিষ্যতের ঢাকাকে আরো সুন্দর ও বাসযোগ্য করে তোলার ক্ষেত্রে এই পরিকল্পনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঢাকাবাসীর জন্য নিরাপদ ও সুশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে নির্বাহী পরিচালক সকল অংশীদারদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।

কর্মশালায় কৌশলগত পরিবহন পরিকল্পনা (Updating of the Revised Strategic Transport Plan-URSTP) নিয়ে ডিটিসিএ এর অতিরিক্ত নির্বাহী পরিচালক (টিএমপিটিআই) ও URSTP এর প্রকল্প পরিচালক মোহাম্মদ রবিউল আলম সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন। কর্মশালায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, দাতা সংস্থার প্রতিনিধিবৃন্দ,বাস মালিক সমিতির নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *