বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৯:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম
জমকালো আয়োজনে শেষ হলো গুলশান ক্লাব অলিম্পিয়াড ২০২৫- এ পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান কক্সবাজারে বিজিবি’র রেজুখাল চেকপোস্টে চান্দের গাড়িতে তল্লাশি চালিয়ে ৪০,০০০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক পাচারকারী আটক সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে ২০২৬ সালের হজ চুক্তি স্বাক্ষরিত, বাংলাদেশ থেকে হজ করতে পারবেন সাড়ে ৭৮ হাজার জন ভোক্তার স্বার্থে কাজ করা আমাদের মূল উদ্দেশ্য —বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন রাজধানীতে ঝটিকা মিছিলের পরিকল্পনা ও অংশগ্রহণ: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ২২ নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) শয়তানের নিশ্বাস (স্কোপোলামিন) প্রয়োগ করে অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নেয়া চক্রের মূলহোতা ৩৮ (আটত্রিশ) মামলার আসামি তানিয়াকে গ্রেফতার করেছে রুপনগর থানা মোহাম্মদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জন গ্রেফতার চকবাজার মডেল থানা পুলিশ চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে আনা কসমেটিকস ও দেশে তৈরি ভেজাল কসমেটিকস উদ্ধারসহ এ চক্রের একজনকে গ্রেফতার করেছে বাংলাদেশে শ্রম অধিকার সুরক্ষা ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর ৩টি কনভেনশন বাস্তবায়নের পরবর্তী করণীয় নির্ধারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত কৃষিভূমি সুরক্ষা এখন সময়ের একান্ত দাবী –ভূমি উপদেষ্টাষ্টা আলী ইমাম মজুমদার

সমাজে আলোর পথ দেখাতে এবং জনগোষ্ঠীর দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে তরুণদের সম্পৃক্ত করতে হবে। উপদেষ্টা শারমীন এস মুরশিদ

Enbnews24 | ইএনবি নিউজ ডেস্ক- / ৮২ পাঠক
প্রকাশকাল বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৯:৩৪ পূর্বাহ্ন

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, বাংলাদেশের প্রত্যেকটি ঐতিহাসিক পটপরিবর্তন এবং অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে বাঙালি সমাজকে আলোর পথ দেখানোর সাথে এদেশে তরুণদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। যার বাস্তব উদাহরণ জুলাই গণঅভ্যুত্থান। সমাজে আলোর পথ দেখাতে এবং জনগোষ্ঠীর দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে তরুণদের সম্পৃক্ত করতে হবে। তরুণরাই নতুন বাংলাদেশ গড়ার দিগন্ত উন্মোচন করবে।
উপদেষ্টা বলেন, বাংলাদেশের তরুণদের বড় অংশকে প্রকৃত অর্থে কাজে লাগিয়ে দেশের সফলতা অর্জন সম্ভব বলে আমরা বিশ্বাস করি। তাই জুলাই অভ্যুত্থানে যেভাবে সবার সক্রিয় অংশগ্রহণ ছিল, দেশের অর্থনৈতিক উন্নয়নেও সবাইকে সেভাবে এগিয়ে আসতে হবে।

উপদেষ্টা আরো বলেন, সরকার তরুণদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে । আমরা বিশ্বাস করি এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে তরুণরাই সবচেয়ে বেশি সহযোগী ভূমিকা পালন করবে। সে জায়গায় তরুণদের পলিসি লেভেল থেকে শুরু করে সকল কার্যক্রমে তরুণদের সম্পৃক্ত করা হবে। মন্ত্রণালয়ের বিভিন্ন প্রশিক্ষণগুলোকে আরো যুগোপযোগী করে তোলা এবং বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেদেরকে প্রস্তুত করার মত ট্রেনিং মডিউল প্রস্তুত করতে হবে। নতুন নতুন AI (Artificial Intelligence) প্রযুক্তি নির্ভর প্রকল্প হাতে নেওয়া জরুরি বলে তিনি মন্তব্য করেন।

আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মপরিকল্পনা সম্পর্কে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় উপদেষ্টা শারমীন এস মুরশিদ এর সভাপতিত্বে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ মহিউদ্দিন, সমাজসেবা অধিদপ্তরে মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বলেন, এদেশের গণঅভ্যুত্থানের তরুণ যুবক ও যুব নারীদের অবহিতকরণ, শিশু পরিবার ও অন্যান্য প্রশিক্ষিত যুবক ও যুব নারী এবং যুব উদ্যোক্তাগণের সাথে মেলাবন্ধন সৃষ্টি ও তাদের জন্য রাষ্ট্রের গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিতকরণের উদ্দেশ্যে মেলবন্ধনের আয়োজন করা হবে। যাতে দেশের প্রান্তিক পর্যায়ে পর্যন্ত ইউনিয়ন সমাজকর্মী এবং উপজেলা সমাজকর্মীদের মাধ্যমে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এনালগ এর পরিবর্তে ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে, পিছিয়ে পড়া নারী ও শিশুর অধিকার নিশ্চিত করতে প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। তাহলেই এ মন্ত্রণালয়কে মানুষ চিনতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *