বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এবং কুমিল্লা জেলা প্রশাসন-এর ব্যবস্থাপনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় পর্যায়ে আজ ২৫ মে থেকে শুরু হলো ৩ দিনব্যাপী অনুষ্ঠান। এ বছর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপনের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে ‘চব্বিশের গণঅভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার’। ২৫, ২৬ ও ২৭ মে ২০২৫ কুমিল্লায় এই অনুষ্ঠান আয়োজিত হচ্ছে।
২৫ মে ২০২৫ তারিখ বিকাল ৩ টায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট-এর নির্বাহী পরিচালক মোঃ লতিফুল ইসলাম শিবলী এবং কুমিল্লা জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন। এতে স্মারক বক্তব্য প্রদান করেন দেশবরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক সলিমুল্লাহ খান এবং স্বাগত বক্তব্য প্রদান করেন কুমিল্লা জেলার জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার। অনুষ্ঠানে ‘নজরুল পুরস্কার ২০২৩ ও ২০২৪’ এর জন্য মনোনীত গুণীজনদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং পুরস্কারপ্রাপ্ত গুণীজন তাঁদের অনুভূতি ব্যক্ত করেন।
আলোচনা পর্ব শেষে শুরু হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিশেষ নিবেদন ‘চেতনা ও জাগরণে নজরুল’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই সমবেত সংগীত ‘জয় হোক’ ও ‘মনের রং লেগেছ’ পরিবেশন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীবৃন্দ এবং সমবেত নৃত্য ‘চল চল চল’ পরিবেশন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীবৃন্দ। ‘খেলিছো এ বিশ্বলয়ে’ ও ‘প্রিয় এমন রাত যেনো যায় না বৃথা’ গান দুটি পরিবেশন করেন বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীবৃন্দ পরিবেশন করেন সমবেত নৃত্য ‘মোরা ঝঞ্জার মত উদ্দাম’। আরমিন মুসা’র সংগীত পরিচালনায় সমবেত সংগীত ‘জাগো নারী জাগো’, ‘রুমঝুম রুমঝুম’ ও ‘দূর দ্বীপবাসিনী’ পরিবেশন করে ঘাস ফড়িং কেয়ার। সবশেষে রেবেল ব্যান্ড পরিবেশন করে ‘পরদেশী মেঘ’, ‘বাগিচায় বুলবুলি তুই’ ও ‘তোরা সব জয়ধ্বনি কর’ গান তিনটি।