সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম
ডিএফপির গবেষণাপত্রের মোড়ক উন্মোচন করলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নুরুল হকের উপর এই অমানবিক হামলা কোনোভাবেই কাম্য নয় -উপদেষ্টা শারমীন এস মুরশিদ রাজধানীর কদমতলী থানা এলাকা হতে ০১ জন মাদক ব্যবসায়ীকে ৬,৩৪০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে -র‍্যাব ২ নূরুল হককে দেখতে ঢামেক হাসপাতালে স্বাস্থ্য উপদেষ্টা কৃষিতে অতিরিক্ত বালাইনাশক ব্যবহারের ফলে হাওরের মৎস্য সম্পদ ক্ষতির সম্মুখীন — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ধর্ম উপদেষ্টার সাথে পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ দেশজুড়ে অভিযান: নিষিদ্ধ পলিথিন জব্দ, কারখানা সিলগালা, জরিমানা ও সতর্কীকরণ কার্যক্রম পরিচালিত গুলিস্তানে চোরাই মোবাইল চক্রের দশ সক্রিয় সদস্য গ্রেফতার: উদ্ধার ১০৩টি মোবাইল ফোন শরীয়তপুর জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের গয়জদ্দিন আকন কান্দিতে প্রকাশ্য দিবালোকে মধ্যবয়সী নারীকে বেআইনিভাবে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে রোহিঙ্গা নারী ও মেয়েদের জন্য জরুরি সুরক্ষার প্রয়োজন

টেকসই নগর পরিকল্পনায় তরুণদের ভাবনা-২০২৫” প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।

আলী আহসান রবি / ৫৫ পাঠক
প্রকাশকাল সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৮ পূর্বাহ্ন

আজ ঢাকায় স্থাপত্য অধিদপ্তরের মাল্টিপারপাস হলে “টেকসই নগর পরিকল্পনায় তরুণদের ভাবনা-২০২৫” শীর্ষক জাতীয় প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, তরুণদের মাধ্যমে সমতাভিত্তিক ও মানবিক নগর গঠিত হবে। এই প্রতিযোগীতার মাধ্যমে তরুণ প্রকৌশলী ও নগর পরিকল্পনাবিদরা তাদের চিন্তা ও পরিকল্পনা দিয়ে নগরায়নকে মানবিক, অন্তর্ভূক্তিমূলক ও টেকসই করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছে।

নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ মাহমুদ আলীর সভাপতিত্বে তারুণ্যের উৎসব- ২০২৫ এর কর্মসূচী “টেকসই নগর পরিকল্পনায় তরুণদের ভাবনা-২০২৫” শীর্ষক জাতীয় প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী এবং মোঃ স্থাপত্য অধিদপ্তরের মহাপরিচালক মীর মঞ্জুরুর রহমান বক্তৃতা করেন।

এ অনুষ্ঠানে বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানগণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, দেশের স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল/গ্রামীণ পরিকল্পনা বিভাগ ও স্থাপত্য বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচ্য প্রতিযোগিতার জন্য দুটি থিম থিম-১: নগর ও অঞ্চল/ গ্রামীণ পরিকল্পনা এবংথিম-২: আরবানডিজাইন নির্ধারণ করা হয়। দেশের স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল/ গ্রামীণ পরিকল্পনা বিভাগে / স্থাপত্য বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং মোট ৬০টি আইডিয়ার বিষয়ে আবেদন পাওয়া যায়। প্রাপ্ত আইডিয়াসমূহ বাছাইয়ের লক্ষ্যে প্রতিযোগীদের আইডিয়াসমূহ উপস্থাপনার উপর ভিত্তি করে বিচারকগণ প্রাথমিক ও চূড়ান্তভাবে মূল্যায়ন করেন। আইডিয়াসমূহ মূল্যায়নের ভিত্তিতে থিম-১ থেকে ৩ টি আইডিয়া এবং থিম-২ থেকে ৩ টি আইডিয়া চূড়ান্তভাবে বাছাই করা হয়।

নগর ও অঞ্চল/ গ্রামীণ পরিকল্পনা থিমে প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের নাফিজা বিনতে হাসান।

আরবান ডিজাইন থিমে প্রথম স্থান অর্জন করেন রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের মো: সাজ্জাদুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *