বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৩ অপরাহ্ন

শিরোনাম
নুরুল হক নূরের সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার নৌপরিবহন উপদেষ্টার সাথে ডেনমার্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে দেশজুড়ে অভিযান, ৪৪৪০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ সমুদ্রে আমাদের সম্পদ এখনো অজানা – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার আদাবরে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম; বিশেষ অভিযানে গ্রেফতার ১০২, দেশীয় অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অচলাবস্থার শিগগিরই সমাধান হবে প্রায় এক কোটি বিশ লক্ষাধিক টাকা মূল্যের হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজখবর নিতে মধ্যরাতে চমেক হাসপাতালে ধর্ম উপদেষ্টা ভিপি নুরকে দেখতে ঢামেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নয় নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকরা সাফল্যের পরিচয় দিয়ে প্রশংসিত হচ্ছেন। ——উপদেষ্টা শারমীন এস মুরশিদ

মোঃ সিকান্দার আলী / ৮৯ পাঠক
প্রকাশকাল বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৩ অপরাহ্ন

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ আজ ঢাকায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে রূপসী বাংলা আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে উপদেষ্টা প্রতিবারের মতো এবারও এ আয়োজনে সকল ফটোসংবাদিক সদস্যবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, আজকের প্রদর্শনী আগামী দিনের স্মৃতি। ফটো সাংবাদিকরা বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত তাদের ক্যামেরা ফ্রেমে বন্দি করে থাকেন, যা দেশ ও জাতি তথা ইতিহাসের মূল্যবান সম্পদ। যুদ্ধ-বিগ্রহ, আনন্দ- উৎসব এবং প্রাকৃতিক বিপর্যয়সহ নানা ঘটনা ও বিষয়ের ছবি তাদের তুলে ধরতে হয়। পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকরা সাফল্যের পরিচয় দিয়ে প্রশংসিত হচ্ছেন।

উপদেষ্টা বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানে ছাত্র জনতা নতুন সমাজের যে সত্যের প্রতি নিষ্ঠা, অন্যায়ের প্রতি যে প্রতিবাদ এটা কিন্তু বাংলার রূপ। তিনি বলেন, যুগে যুগে আমরা কিন্তু এই রুপটাকে ধারণ করার চেষ্টা করি। আমাদের হাত থেকে বাংলার রূপ যখন ছিনিয়ে নিয়ে যাওয়া হয় তখন সেই স্বৈরশাসকের বিরুদ্ধে আমরা আবার সংগ্রাম করি, আমরা আবার খুঁজে বেড়াই আমার গণতন্ত্র, আমার সমতা, আমার ন্যায্যতা। বারবার এই যুদ্ধের মধ্য দিয়ে সুশাসন ফিরিয়ে আনতে আমাদের সাথে আপনারাও সেই ফিরিয়ে আনা সংগ্রামের সৈনিক।
তিনি আরো বলেন, ফটো জার্নালিস্টদের মাধ্যমে প্রচার হয়ে থাকে গ্রাম বাংলার সৌন্দর্য্য ,রূপ, ঐতিহ্য, প্রকৃতির দৃশ্য যা আগামী প্রজন্মকে জানতে সাহায্য করে। পাশাপাশি আমি আশা করি বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রূপসী বাংলা আলোকচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে সমকালীন আলোকচিত্রের বিকাশ ও মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবে।
অনুষ্ঠানে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম মহসিন, সহ-সভাপতি মশিউর রহমান সুমন , মোহাম্মদ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক বাবুল তালুকদারসহ অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *