সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন

শিরোনাম
দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি রয়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের নিরাপদ খাদ্য সম্পর্কিত গবেষণালব্ধ ফলাফল নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে এবং জনহিতকর কাজে প্রয়োগ করা হবে – খাদ্য সচিব মোঃ মাসুদুল হাসান উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’র সঙ্গে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ নির্বাচনের সময় সাংবাদিকদের সতর্ক, সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে –তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ঢাকার টঙ্গী এলাকা হতে ইতালিতে পাচারকালে টাওয়ালের মধ্যে বিশেষ কায়দায় (Chemical Impregnation) লুকায়িত অবস্থায় ৬.৪৪ কেজি ভয়ংকর মাদক কিটামিন জব্দ এবং চাঁদপুর ও ফরিদপুর হতে ২ জন আসামি গ্রেপ্তার। উচ্চাভিলাষী জলবায়ু পদক্ষেপে বাংলাদেশ-ব্রাজিল ঘনিষ্ঠভাবে কাজ করবে – পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জাহাজ নির্মাণ আইন যুগোপযোগী করা হবে: শিল্প উপদেষ্টা ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমির হামজা ও কেবি কনভেনশন হল ভাড়া প্রদানকারী মোঃ বায়েজিদসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১৩ নেতাকর্মী গ্রেফতার করেছে ডিবি বেনাপোল আইসিপিতে ১টি পিস্তল ও ৯৩ রাউন্ড গুলিসহ দুই ভারতীয়কে আটক করেছে বিজিবি ক্যালেন্ডার মেনে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ্টার

কোরবানির পশুর চামড়া সুষ্ঠু ব্যবস্থাপনায় আলেম-ওলামাদের সাথে বাণিজ্য উপদেষ্টার মতবিনিময়

মোঃ সিকান্দার আলী / ৫৫ পাঠক
প্রকাশকাল সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন

কোরবানির পশুর চামড়ার সুষ্ঠু সংগ্রহ, সংরক্ষণ ও বণ্টন নিশ্চিত করতে কওমী মাদ্রাসার আলেম-ওলামাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

গতকাল রবিবার ( ২ জুন ) রাতে ঢাকার জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসা প্রাঙ্গণে কোরবানির পশুর চামড়া সুষ্ঠু ব্যবস্থাপনা বিষয়ে কওমী মাদ্রাসার আলেম-ওলামাগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

সভায় বাণিজ্য উপদেষ্টা বলেন, “কোরবানির পশুর চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। এটি সঠিকভাবে সংগ্রহ করে ট্যানারি শিল্পে সরবরাহ করলে দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখা সম্ভব। এজন্য ধর্মীয় নেতা, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”

তিনি আরও যোগ করেন, “আলেম-ওলামাগণ সমাজে প্রভাব রাখেন, তাই তাদের সহযোগিতায় জনসচেতনতা বাড়ানো গেলে চামড়া নষ্ট হওয়া রোধ করা যাবে।”

বাণিজ্য উপদেষ্টা বলেন,কোরবানির পরে আমরা অনেকেই গোস্ত নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। চামড়ার খোঁজ রাখি না। এটা হয়তো নোংরা জায়গায় পড়ে থাকে। পচনশীল বস্তু হওয়ায় দ্রুতই চামড়া নষ্ট হতে থাকে। নষ্ট চামড়ার কোন দাম নেই। এ কারণে যারা কোরবানি করবেন এবং চামড়া সংগ্রহ করবেন সকলকেই এ ব্যাপারে সতর্ক হতে হবে।

তিনি বলেন, চীনের বাণিজ্যমন্ত্রী বাংলাদেশ সফর করছেন। সাথে অনেক ব্যবসায়ী প্রতিনিধি এসেছেন। তাদের সাথে আমরা কাঁচা চামড়া বা ব্লু ওয়েট নিয়ে কথা বলেছি।হয়তো আরো অনেকেই আসবেন। আপনারা জানেন ইতিমধ্যে আমরা চামড়া রফতানি নিষিদ্ধকরণের আদেশ তিন মাসের জন্য স্থগিত করেছি। যাতে কাচা চামড়া রফতানি সম্ভব হয়।তিনি বলেন , আমি চাইনা এদেশ থেকে কাঁচা চামড়া বাইরে রপ্তানি হোক কিন্তু সঠিক দাম না পেলে আমাদের সেদিকে যেতে হবে।
পৃথিবীর মোট চামড়ার সাড়ে তিন শতাংশ চামড়া বাংলাদেশে হয়। এটা আল্লাহতায়ালার অনেক বড় বরকত। কিন্তু আমরা এই বরকতকে নষ্ট করে ফেলেছি। আন্তর্জাতিক বাজারে আমাদের চামড়ার অবনমনের জন্য অনেকেই দায়ী বলে উল্লেখ করেন তিনি।

কুরবানীর চামড়া সংরক্ষণের চেষ্টা আগে কখনোই করা হয়নি উল্লেখ করে তিনি বলেন এবারই প্রথম সংরক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে এতে কিছু সমস্যা হবে। এতে প্রথম দিনে গন্ধ হবে,সুন্দর করে পরিস্কার করে লবন দিতে পারলে গন্ধ কমে যাবে। লবণ দিয়ে তিন মাস চামড়া সংরক্ষণ করা যাবে। দাম না পেলে চামড়া বেচবো না এই সিদ্ধান্তে অটল থাকতে হবে। চামড়ার সঠিক দাম নিশ্চিত করার জন্য চামড়া গুলোকে সঠিক প্রক্রিয়ায় পরিচ্ছন্ন করতে হবে।

বাণিজ্য উপদেষ্টা বলেন চামড়ায় লবণ দেয়ার জন্য আমরা লবণ চাষীদের কাছ থেকে সাড়ে সাত লাখ মন লবণ কিনেছি। এই লবণ মাদ্রাসা ও এতিমখানায় বিনামূল্যে বিতরণ করা হবে চামড়া সংরক্ষণের জন্য। এতে কিছুটা হলেও লবণ চাষিরা উপকৃত হয়েছে।

উপদেষ্টা বলেন , স্বাধীনতা যুদ্ধের পর দেশের যে অর্থনৈতিক অনুমান ছিল তার মধ্যে চামড়া অন্যতম। এছাড়া পাট ও চা এটাই মোটাদাগে অনুমান ছিল।আমাদের প্রত্যেকটা শিল্প নষ্ট হয়েছে। এমন পর্যায়ে গিয়েছে যে যখন ২৫ হাজার টাকার গরুর দাম ছিল তখন চামড়ার দাম ছিল ২ হাজার টাকা। এখন ঐ গরুর দাম ১ লাখ টাকা কিন্তু চামড়ার দাম ২০০ টাকা এটা একদম অস্বাভাবিক অবস্থা।

ইসলামী শরিয়া অনুযায়ী চামড়া বেচতে পারবেন না তবেব্যবহার করতে পারবেন। আমি যাকে এটা দিয়েছি এটা তার হক (এতিমদের)। দুঃখজনক হলেও সত্য এর অর্থনৈতিক মূল্যমান যেটি ছিল সেটি হারিয়ে গেছে বলে উল্লেখ করেন তিনি।

সারাদেশে প্রায় এক থেকে এক কোটি ২০ লাখ গরু কোরবানি হয়উল্লেখ করে উপদেষ্টা বলেন, এ থেকে যে হাসিল তোলা হয় পরিমাণ সিম্পল ক্যালকুলেশনে প্রায় ৫ হাজার কোটি টাকা। মাত্র পাঁচ দিনে পাঁচ হাজার কোটি টাকা ইনকাম করে হাটের ইজারাদার। এখানে যে চামড়া হবে তার দাম হবে বেশি হলে ৫০০ কোটি টাকার মত। এই পাঁচশ কোটি টাকার হকদার লাখ লাখ মানুষ। আর ৫ হাজার কোটি টাকার হকদার ১০০ জন থেকে বড়জোর ৫০০ জনের মত। ৫০০০ টাকার হাসিল নিয়ে আমরা চিন্তা করছি না, কিন্তু ৫০০ কোটি টাকা নিয়ে আমরা খুবই চিন্তিত। তিনি বলেন এবছর সময় স্বল্পতার কারণে চামড়ার হকদারদেরকে হাসিলের হকদার করা যায়নি। আমি আশা করবো রাজনৈতিক সরকার দায়িত্বে আসলে তারা যেন এ কাজটি করেন।

উল্লেখ্য, প্রতি বছর কোরবানির সময় বিপুল পরিমাণ পশুর চামড়া সংগ্রহ হলেও অব্যবস্থাপনা ও অসচেতনতার কারণে এর একটি বড় অংশ নষ্ট হয়ে যায়। সরকার এবার এই সমস্যা সমাধানে ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করতে বিশেষ পদক্ষেপ নিয়েছে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার মুহতামিম মুফতি মনির হোসাইন কাসেমী।
ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো: শামীম হুসাইন, খিলগাঁও মাদ্রাসার মুহতামিম মাওলানা জহুরুল ইসলাম , দক্ষিণগাঁও সবুজবাগ মাদ্রাসার মুহতামিম মাওলানা সাব্বির আহমেদ,মুফতি জাবের কাসেমী, মুফতি আব্দুল মালেক প্রমূখ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের আয়োজনে এ মতবিনিময় সভায় ঢাকার বিভিন্ন ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠানের আলেমগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *