রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৮:৪০ পূর্বাহ্ন

শিরোনাম
গুলিস্তানে চোরাই মোবাইল চক্রের দশ সক্রিয় সদস্য গ্রেফতার: উদ্ধার ১০৩টি ফোন গণঅধিকার পরিষদের নেতাকর্মী কর্তৃক ডিএমপি কমিশনারের কার্যালয়ে হামলার ভিডিওটি গুজব SAHR প্রতিনিধিদলের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাথে সাক্ষাৎ গণ অধিকার পরিষদের রাশেদ খান নুর এর ওপর হামলাকারীর পরিচয় জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি মাননীয় প্রধান উপদেষ্টার দুই প্রতিনিধি বুয়েট শিক্ষার্থী শাদিদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে: পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা হতে ০২টি বিদেশী পিস্তল, ০২টি বিদেশী রিভলবার এবং ১০ রাউন্ড গুলিসহ ০৬ (ছয়) জন অস্ত্রধারী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২ রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা হতে ০২টি বিদেশী পিস্তল, ০২টি বিদেশী রিভলবার এবং ১০ রাউন্ড গুলিসহ ০৬ (ছয়) জন অস্ত্রধারী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২ কাকরাইলের পরিস্থিতি নিয়ে আই এস পি আর এর বিবৃতি

বাংলা গানের বরপুত্র লাকি আখান্দ-এর ৬৯তম জন্মদিন ।

মোঃ সিকান্দার আলী / ৯৫ পাঠক
প্রকাশকাল রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৮:৪০ পূর্বাহ্ন

বাংলা গানের ইতিহাসে অবিস্মরণীয় এক নাম লাকি আখান্দ, আগামী ৭ জুন ২০২৫ তাঁর ৬৯তম জন্মবার্ষিকী, যদিও পূর্বে কিছু ক্ষেত্রে ১৮ জুন তাঁর জন্মদিন পালিত হতো, গুগল কর্তৃপক্ষ ২০১৯ সালে তাঁর পরিবারের সাথে সমন্বয় করে ৭ জুনকেই তাঁর জন্মদিন হিসেবে চূড়ান্ত করে এবং সেই অনুযায়ী গুগল ডুডলে সম্মান প্রদর্শন করে।

তিনি আমাদের ছেড়ে গেছেন ২১ এপ্রিল ২০১৭ সালে, মিটফোর্ড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, কিন্তু তাঁর রেখে যাওয়া সুর, কণ্ঠ ও গানের আবেদন আজও কোটি মানুষের হৃদয়ে সমানভাবে ধ্বনিত হয়।

লাকি আখান্দ ছিলেন একাধারে সুরকার, গীতিকার ও কণ্ঠশিল্পী, “আবার এলো যে সন্ধ্যা”, “আমায় ডেকো না”, “এই নীল মনিহার”, “আগে যদি জানতাম” “আজ এই বৃষ্টির কান্না দেখে,” “কবিতা পড়ার প্রহর”, “এই রূপালী গিটার ছেড়ে”, “লিখতে পারিনা কোন গান তোমাকে ছাড়া” প্রভৃতি গান বাংলা সংগীতকে দিয়েছে এক বিশিষ্ট মেলোডিক ধারা, তিনি ব্যান্ড ‘হ্যাপি টাচ’-এর সাথেও যুক্ত ছিলেন।

আমি, এরশাদুল হক টিংকু, কপিরাইট ও রয়্যালটি সংক্রান্ত বিষয়ে লাকি আখান্দ-এর পরিবারের দায়িত্বপ্রাপ্ত হিসেবে কাজ করছি, প্রয়োজনে তাঁর পরিবারের সদস্য, বিশেষ করে কন্যা মামান্তি আখান্দ নুর, এবং তাঁর সেই সময়কার সহশিল্পী ও সংগীত পরিচালকগণকে সংশ্লিষ্টতার ভিত্তিতে সংযুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনাদের চ্যানেলের পক্ষ থেকে যদি লাকি আখান্দ-কে নিয়ে কোনো টক শো, মিউজিক্যাল ট্রিবিউট, ডকুমেন্টারি রিপোর্ট, কিংবা এক্সক্লুসিভ ইন্টারভিউ প্রচারের পরিকল্পনা থাকে, তবে আমরা কুল এক্সপোজার-এর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত।
প্রসঙ্গত উল্লেখ্য যে, ৭ জুন (শনিবার) পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সবগুলো টিভি চ্যানেল পূর্ব নির্ধারিত নিজস্ব অনুষ্ঠান প্রচার করবে, সেইক্ষেত্রে লাইভ কনসার্ট হলে সেখানে লাকি আখান্দকে ট্রিবিউট করে কেউ গান কলে তাহলে সেটা শিল্পীর প্রতি সম্মান জানানো হবে, একই সাথে ওইদিন টিভি স্ক্রল/ টিকার এ লাকি আখান্দ এর জন্মদিনের খবরটি প্রচার করা যেতে পারে।

একজন কালজয়ী সুরস্রষ্টাকে নতুন প্রজন্মের সামনে উপস্থাপন করাটা সময়ের দাবি, আপনাদের আন্তরিক সহযোগিতা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *