শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন

শিরোনাম
টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্ট বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩৪ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ বাংলাদেশ ‘শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে খেলবে’ কুমিল্লা সীমান্তে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বিজিবি তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন অবশ্যই জরুরি– উপদেষ্টা শারমীন এস মুরশিদ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন, ফেব্রুয়ারির নির্বাচনের জন্য সমর্থনের প্রতিশ্রুতি দেন মার্কিন প্রতিষ্ঠান বাংলাদেশে “বিপ্লবী” পোর্টেবল এআই আল্ট্রাসাউন্ড ডিভাইস চালু করার পরিকল্পনা বৈষম্যবিরোধী আন্দোলনে সানজিদ হোসেন মৃধা হত্যা মামলার এজাহারনামীয় আসামি ছাত্রলীগ নেতা গ্রেফতার চলতি অর্থবছরে ৩৯ হাজার কোটি টাকা কৃষি ঋণ দেবে সরকার- কৃষি সচিব এএফডি ও এমআইএসটি এর যৌথ ব্যবস্থাপনায় RESILIENCE IN THE INFORMATION DOMAIN: TOOLS TO ADDRESS MISINFORMATION AND DISINFORMATION ON SOCIAL MEDIA শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বিজিবি’র অভিযানে মে-২০২৫ মাসে ১৩৩ কোটি ১১ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ

আলী আহসান রবি / ৫১ পাঠক
প্রকাশকাল শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত মে-২০২৫ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১৩৩ কোটি ১১ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করতে সক্ষম হয়েছে।

জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ১ কেজি ৫১২ গ্রাম স্বর্ণ, ১০,৫৪৪টি শাড়ী, ৫,১৪০টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ৩,৪৭২টি তৈরী পোশাক, ১৯,৩১৪ মিটার থান কাপড়, ২,৫২,০২৯টি কসমেটিক্স সামগ্রী, ৫,৪৪৩টি ইমিটেশন সামগ্রী, ২৪,৭১,৫৫১টি আতশবাজি, ১৭,৫২৩ ঘনফুট কাঠ, ৩,১৫১ কেজি চা পাতা, ৯২,৪৮৭ কেজি সুপারি, ৫৩,০৪০ কেজি চিনি, ২০,৪৪২ কেজি সার, ২৯,৯৮৫ কেজি কয়লা, ১০০ কেজি সুতা/কারেন্ট জাল, ৩৪১টি মোবাইল, ১৭,০৬৫টি মোবাইল ডিসপ্লে, ৬,৫৪০টি ইলেকট্রনিক্স সামগ্রী, ১৫,১১২টি চশমা, ৬,৫৪৩ কেজি বিভিন্ন প্রকার ফল, ৫,৯৬০ কেজি ভোজ্য তেল, ১,০১০ লিটার ডিজেল/অকটেন, ১,৫২৬ কেজি পিঁয়াজ, ৮.৮২৬ কেজি রসুন, ২০,৬৪২ কেজি জিরা, ১১,২৩৬ প্যাকেট বিভিন্ন প্রকার বীজ, ৫০.১৯১ কেজি ফুচকা, ৯,১৭৯ কেজি মাছ, ৫০,৬০৩ পিস চিংড়ি মাছের পোনা, ৯৩৪ কেজি কফি, ২,২৫,৩৪৩ পিস চকোলেট, ১,১৩১টি গরু/মহিষ, ৪টি কষ্টি পাথরের মূর্তি, ১৩টি ট্রাক/কাভার্ড ভ্যান, ১৫টি পিকআপ, ৪টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ৯২টি নৌকা, ২৬টি সিএনজি/ইজিবাইক, ৭২টি মোটরসাইকেল এবং ২২টি বাইসাইকেল।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি দেশীয় পিস্তল, ৫টি বিদেশী পিস্তল, ২টি ৯মি:মি: পিস্তল, ২টি শট/পাইপ গান, ৫টি ম্যাগাজিন, ৪টি ককটেল, ২৪টি গুলি এবং ১টি হ্যান্ড গ্রেনেড।

এছাড়াও গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ৬,২০,৯৬৬ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ কেজি ৯৩৫ গ্রাম হেরোইন, ২৩ গ্রাম ক্রিষ্টাল মেথ আইস, ১ কেজি ৪১০ গ্রাম কোকেন, ১০,৫২১ বোতল ফেনসিডিল, ৮,৯৮৩ বোতল বিদেশী মদ, ৭১.২৫ লিটার বাংলা মদ, ৮১৩ বোতল ক্যান বিয়ার, ১,৯১৩ কেজি ৬৩০ গ্রাম গাঁজা, ২,২৯,৬০২ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৩০,১১৫টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ৫৪,৩৪৭ বোতল ইস্কাফ সিরাপ, ৫ বোতল এলএসডি, ২০,৪৯৩টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ৭৩৭টি এমকেডিল/কফিডিল এবং ৬,৮৩,৬০৪ পিস বিভিন্ন প্রকার ঔষধ ও ট্যাবলেট।

সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৪৫ জন চোরাচালানী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৭১৫ জন বাংলাদেশী নাগরিক ও ১০ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ৩৯০জন মায়ানমার নাগরিককে নিজ দেশে ফেরত প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *