রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৮:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম
গুলিস্তানে চোরাই মোবাইল চক্রের দশ সক্রিয় সদস্য গ্রেফতার: উদ্ধার ১০৩টি ফোন গণঅধিকার পরিষদের নেতাকর্মী কর্তৃক ডিএমপি কমিশনারের কার্যালয়ে হামলার ভিডিওটি গুজব SAHR প্রতিনিধিদলের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাথে সাক্ষাৎ গণ অধিকার পরিষদের রাশেদ খান নুর এর ওপর হামলাকারীর পরিচয় জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি মাননীয় প্রধান উপদেষ্টার দুই প্রতিনিধি বুয়েট শিক্ষার্থী শাদিদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে: পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা হতে ০২টি বিদেশী পিস্তল, ০২টি বিদেশী রিভলবার এবং ১০ রাউন্ড গুলিসহ ০৬ (ছয়) জন অস্ত্রধারী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২ রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা হতে ০২টি বিদেশী পিস্তল, ০২টি বিদেশী রিভলবার এবং ১০ রাউন্ড গুলিসহ ০৬ (ছয়) জন অস্ত্রধারী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২ কাকরাইলের পরিস্থিতি নিয়ে আই এস পি আর এর বিবৃতি

জাতীয় রাজস্ব বোর্ডের ২০২৪-২০২৫ অর্থবছরের মে মাস পর্যন্ত কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের রাজস্ব আহরণ অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মোঃ সিকান্দার আলী / ৬৪ পাঠক
প্রকাশকাল রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৮:৫৫ পূর্বাহ্ন

জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের ২০২৪-২০২৫ অর্থবছরের মে মাস পর্যন্ত রাজস্ব আহরণ পরিস্থিতি পর্যালোচনা সভা আজ ১৯ জুন, ২০২৫ খ্রি. তারিখে সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড জনাব মোঃ আবদুর রহমান খান এফসিএমএ এর সভাপতিত্বে জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের সদস্যগণ, ঢাকায় পদস্থ কমিশনার/মহাপরিচালকগণ, প্রথম ও দ্বিতীয় সচিবগণ (কাস্টমস ও ভ্যাট অনুবিভাগ) অংশগ্রহণ করেন এবং ঢাকার বাইরে পদস্থ সহকারী কমিশনার হতে কমিশনার/মহাপরিচালক পর্যন্ত কর্মকর্তাগণ জুম প্লাটফর্মের মাধ্যমে যুক্ত হন।

আলোচনায় অংশ নিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড মোঃ আবদুর রহমান খান এফসিএমএ বলেন, চলতি অর্থবছরের শেষ সময়ে সবার লক্ষ্য যত বেশি সম্ভব রাজস্ব আদায় করা। এ ক্ষেত্রে টার্গেট ভিত্তিক রাজস্ব আদায়ের ওপর তিনি জোড় দেন। বকেয়া আদায়ের জন্য বিশেষ উদ্যোগ নিতে পরামর্শ দেন তিনি।

তিনি সভায় অংশগ্রহণকারী কমিশনারগণের কাছে আলাদা আলাদা ভাবে তাদের অধিক্ষেত্রে রাজস্ব আদায়ের পরিস্থিতি সম্পর্কে জানতে চান এবং চলতি অর্থবছরের বাকী দিনগুলোতে রাজস্ব আহরণ বাড়াতে গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবগত হন।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন, রাজস্ব বেশি আদায় করা মানে দেশের ঋণ কমিয়ে আনতে সহায়তা করা। তিনি রাজস্ব আদায় বাড়াতে গোয়েন্দা কার্যক্রম জোড়দার করার ওপর গুরুত্ব আরোপ করেন।

সভায় জানানো হয় ২০২৪-২০২৫ অর্থবছরের মে’২৫ মাস পর্যন্ত রাজস্ব আহরণের সংশোধিত লক্ষমাত্রা ৩৯৪৪৬০.৪৫ কোটি টাকা। এ পর্যন্ত আহরণ হয়েছে ৩২৭৭৮২.২৬ কোটি টাকা। রাজস্ব আহরণের সংশোধিত লক্ষমাত্রা অর্জনের হার ৮৩.১০% এবং গত অর্থবছরের এ সময়ের তুলনায় আহরণে প্রবৃদ্ধি হয়েছে ৬%।

অন্যানের মধ্যে কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের সদস্যগণ আলোচনায় অংশগ্রহণ করেন। সবাই অর্থবছরের বাকী দিনগুলোতে রাজস্ব আহরণ বাড়াতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *