বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন

শিরোনাম
আংশিক রপ্তানিকারকদের জন্য শীঘ্রই ব্যাংক গ্যারান্টির বিপরীতে বন্ড সুবিধা প্রদান মহানবী (সা) এর জীবনাদর্শ তরুণ প্রজন্মকে আলোড়িত করবে -ধর্ম উপদেষ্টা আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে – স্বরাষ্ট্র উপদেষ্টা খাদ্য উৎপাদনের সাথে জড়িত কৃষক ও জেলেদের মর্যাদা বৃদ্ধি করতে হবে। – পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান HS Code অথবা পণ্যের বর্ণনায় ভিন্নতা স্বত্তেও বন্ডেড প্রতিষ্ঠানের মালামাল খালাসের জন্য নির্দেশনা এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও সিন্ডিকেটের সাথে সম্পৃক্ততার কারণে ১৩ টি ট্রাভেল এজেন্সির নিবন্ধন বাতিল আলজেরিয়ায় বাংলাদেশিদের জন্য ‘ই-পাসপোর্ট’ সেবা চালু সেপটিক ট্যাংকের ঝুঁকি ও করণীয় বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেছে ফায়ার সার্ভিস ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত দেশের জিডিপিতে প্রায় ত্রিশ শতাংশ অবদান রাখছে – শিল্ল উপদেষ্টা ১৬০০ লিটার নকল মবিলসহ দুইজনকে গ্রেফতার করেছে বংশাল থানা পুলিশ

রাজশাহী ও রংপুর বিভাগে জেলা পর্যায়ে পেনশন মেলা কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন।

আলী আহসান রবি / ১০৫ পাঠক
প্রকাশকাল বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন

দেশের সকল নাগরিককে একটি সুসংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় আনতে সরকার চালু করেছে সর্বজনীন পেনশন স্কিম। এ লক্ষ্য বাস্তবায়নে জাতীয় পেনশন কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনের উদ্যোগে ১৯ থেকে ২৫ জুন ২০২৫ খ্রি. রংপুর ও রাজশাহী বিভাগের ৭টি জেলায় (রাজশাহী, পাবনা, নওগাঁ, গাইবান্ধা, রংপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়) পেনশন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, ১৮ জুন ২০২৫ খ্রি. তারিখে ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বগুড়া জেলায় পেনশন মেলা, কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও অর্থ) জনাব এ, ওয়াই, এম জিয়াউদ্দীন আল মামুন। এ আয়োজন গ্রাহক অন্তর্ভুক্তি বাড়াতে অবদান রাখবে বলে আশা করা যাচ্ছে। রাজশাহী ও রংপুর বিভাগের উল্লিখিত ৭টি জেলায় পর্যায়ক্রমে একইভাবে পেনশন মেলা, কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

২। মাঠ পর্যায়ে সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে অংশগ্রহণ বাড়ানোর লক্ষে এ আয়োজন করা হয়েছে। মেলায় ব্যাংক, এনজিও, মাইক্রোফাইনান্স ইনস্টিটিউট, সরকারি প্রতিষ্ঠান, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (বিকাশ ও নগদ), ইউনিয়ন ডিজিটাল সেন্টারসহ অন্যান্যা অংশীজন অংশগ্রহণ করবে। মেলা প্রাঙ্গনের সংশ্লিষ্ট স্টলসমূহে সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণের সুযোগ থাকবে। মেলায় সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনার, জাতীয় পেনশন কর্তৃপক্ষ এবং অর্থ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাগণ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে। জাতীয় পেনশন কর্তৃপক্ষ এবং অর্থ বিভাগের প্রতিনিধিগণ এসব অনুষ্ঠানে সর্বজনীন পেনশন স্কিমের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করবেন।

৩। জেলা পর্যায়ে এসব মেলায় সর্বজনীন পেনশন স্কিমের আওতায় চলমান চারটি স্কিমের (প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা) বিভিন্ন সুবিধাসমূহ তুলে ধরা হবে। বিশেষ করে নতুনভাবে সংযোজিত সুবিধাসমূহ যেমন-পেনশনে গমনের সময় আগ্রহী হলে জমাকৃত টাকার ৩০% এককালীন (অফেরতযোগ্য) উত্তোলন সুবিধা, ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে জাতীয় পেনশন কর্তৃপক্ষের আয় ও গ্রাহক জমার বিনিয়োগের উপর কর অব্যাহতির বিষয়টি জনসাধারণকে জানানো হবে। নতুনভাবে এ সুবিধা প্রদাণ করায় সর্বজনীন পেনশন স্কিম আরো লাভজনক হবে। এ স্কিমের পরিচালন ব্যয় সরকার বহন করে, সমুদয় বিনিয়োগ মুনাফা গ্রাহক পেয়ে থাকে। তাছাড়া গ্রাহকগণ বিনিয়োগ রেয়াত সুবিধা প্রাপ্ত হন। জাতীয় পেনশন কর্তৃপক্ষ ও গ্রাহকের জমাকৃত অর্থের বিনিয়োগ করমুক্ত হওয়ায় এটি এখন আরো আকর্ষণীয় এবং লাভজনক স্কিম মর্মে জনমাধ্যমকে অবহিত করা হবে।

৪। প্রতিটি জেলায় পেনশন মেলা উদ্ধোধনের পর একই দিনে সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত একটি কর্মশালা অনুষ্ঠিত হবে। উক্ত কর্মশালায় জাতীয় পেনশন কর্তৃপক্ষের পক্ষ থেকে মূল প্রবন্ধ উপস্থাপন করা হবে। কর্মশালায় জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, সিভিল সোসাইটিসহ বিভিন্ন শ্রেণি পেশা মানুষ উপস্থিত থাকবেন। সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ বাড়ানোর কৌশল নির্ধারণের এ কর্মশালা সহায়ক হবে।

৫। কর্মশালা শেষে মেলা প্রাঙ্গনে অনুষ্ঠিতব্য সাংস্কৃতিক অনুষ্ঠানসমূহে স্থানীয় সাংস্কৃতিক ঐতিহ্যের পাশাপাশি সর্বজনীন পেনশন স্কিমের থিমগুলো তুলে ধরে বিভিন্ন পরিবেশনা থাকবে। স্থানীয় পর্যায়ে প্রথিতযশা শিল্পীবৃন্দ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *