সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২১ পূর্বাহ্ন

শিরোনাম
ডিএফপির গবেষণাপত্রের মোড়ক উন্মোচন করলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নুরুল হকের উপর এই অমানবিক হামলা কোনোভাবেই কাম্য নয় -উপদেষ্টা শারমীন এস মুরশিদ রাজধানীর কদমতলী থানা এলাকা হতে ০১ জন মাদক ব্যবসায়ীকে ৬,৩৪০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে -র‍্যাব ২ নূরুল হককে দেখতে ঢামেক হাসপাতালে স্বাস্থ্য উপদেষ্টা কৃষিতে অতিরিক্ত বালাইনাশক ব্যবহারের ফলে হাওরের মৎস্য সম্পদ ক্ষতির সম্মুখীন — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ধর্ম উপদেষ্টার সাথে পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ দেশজুড়ে অভিযান: নিষিদ্ধ পলিথিন জব্দ, কারখানা সিলগালা, জরিমানা ও সতর্কীকরণ কার্যক্রম পরিচালিত গুলিস্তানে চোরাই মোবাইল চক্রের দশ সক্রিয় সদস্য গ্রেফতার: উদ্ধার ১০৩টি মোবাইল ফোন শরীয়তপুর জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের গয়জদ্দিন আকন কান্দিতে প্রকাশ্য দিবালোকে মধ্যবয়সী নারীকে বেআইনিভাবে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে রোহিঙ্গা নারী ও মেয়েদের জন্য জরুরি সুরক্ষার প্রয়োজন

গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড শুধু একটি পুরস্কার নয়, এটি একটি দৃষ্টিভঙ্গির প্রকাশ। —–উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন

আলী আহসান রবি / ৩৬ পাঠক
প্রকাশকাল সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২১ পূর্বাহ্ন

দেশের শিল্পখাতকে পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ৩০টি শিল্পপ্রতিষ্ঠানকে ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করা হয়েছে। আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এই পুরস্কার বিতরণ করেন।

উপদেষ্টা বলেন, “গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড শুধু একটি পুরস্কার নয়, এটি একটি দৃষ্টিভঙ্গির প্রকাশ। আমরা চাই শিল্পখাত উৎপাদনের পাশাপাশি পরিবেশ ও শ্রমিক কল্যাণে অগ্রণী ভূমিকা রাখুক।” তিনি বলেন, এই পুরস্কার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বাংলাদেশের অঙ্গীকারের প্রতিফলন। ১৬টি শিল্প সেক্টরের ৭২টি প্রতিষ্ঠান থেকে পরিবেশগত ব্যবস্থাপনা, শ্রমিক সুবিধা, নিরাপত্তা ও উদ্ভাবনী কার্যক্রমের ভিত্তিতে ৩০টি প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। কলকারখানা পরিদর্শন অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত কমিটি সরেজমিন পরিদর্শনের মাধ্যমে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে।

উপদেষ্টা শ্রমিক-মালিক সমন্বয়ের গুরুত্ব তুলে ধরে বলেন, “শ্রমিকদের ঘাম শুকানোর আগেই তাদের মজুরি পরিশোধ করতে হবে। অনেক শিল্পপ্রতিষ্ঠানের মালিক তার শ্রমিকদের সন্তানের মতো দেখেন, যা প্রশংসনীয়।” তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে আইএলওর নীতিমালা অনুসরণেরও তাগিদ দেন। বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত শিল্পপ্রতিষ্ঠানসমূহ ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় অসামান্য অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উপদেষ্টা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির ওপরও জোর দেন। পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো দেশের অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানের জন্য অনুপ্রেরণা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা। তিনি বলেন, “গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড বাংলাদেশের শিল্পখাতকে বিশ্বমানে পৌঁছে দেবে।”

অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শুধু পরিবেশবান্ধব শিল্পকে উৎসাহিত করছে না, বরং আন্তর্জাতিক শ্রম মানদণ্ড বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর সাফল্যকে দেশের জন্য গর্বের বিষয় হিসেবে আখ্যায়িত করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান। এছাড়াও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব:) আব্দুল হাফিজ, ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের সহ-সভাপতি ও শ্রমিক প্রতিনিধি আনোয়ার হোসেন, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি ও টিসিসি সহসভাপতি মো: আরদাশির কবিরসহ আইএলও এর প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *