বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন

শিরোনাম
নুরুল হক নূরের সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার নৌপরিবহন উপদেষ্টার সাথে ডেনমার্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে দেশজুড়ে অভিযান, ৪৪৪০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ সমুদ্রে আমাদের সম্পদ এখনো অজানা – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার আদাবরে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম; বিশেষ অভিযানে গ্রেফতার ১০২, দেশীয় অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অচলাবস্থার শিগগিরই সমাধান হবে প্রায় এক কোটি বিশ লক্ষাধিক টাকা মূল্যের হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজখবর নিতে মধ্যরাতে চমেক হাসপাতালে ধর্ম উপদেষ্টা ভিপি নুরকে দেখতে ঢামেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নয় নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

রাজস্ব ফাঁকি উদঘাটন অভিযান থেকে ৯ মাসে এনবিআরের রাজস্ব আদায় ৯৯৪ কোটি টাকা

মোঃ সিকান্দার আলী / ৪২ পাঠক
প্রকাশকাল বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন

জাতীয় রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর মাঠ পর্যায়ের দপ্তরসমূহ এবং গোয়েন্দা সংস্থাগুলো। গত ০৯ (নয়) মাসে (সেপ্টেম্বর’২৪ হতে মে’২৫ পর্যন্ত) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর দুই অনুবিভাগের (কাস্টমস ও আয়কর) মাঠ পর্যায়ের দপ্তরসমূহ এবং গোয়েন্দা সংস্থাগুলো মোট ১৬,৫৭২ (ষোল হাজার পাঁচশত বাহাত্তর) টি কর/রাজস্ব ফাঁকি উদঘাটনের অভিযান পরিচালনা করেছে। এতে জড়িত রাজস্বের পরিমাণ ছিল ৬,২৪৬ (ছয় হাজার দুইশত ছেচল্লিশ) কোটি টাকা এবং আদায়কৃত রাজস্বের পরিমাণ ৯৯৪ (নয়শত চুরানব্বই) কোটি টাকা।

এই সময়ে বিভিন্ন কাস্টম হাউস মোট ২২১৫ (দুই হাজার দুইশত পনের) টি রাজস্ব ফাঁকি উদঘাটনের অভিযান পরিচালনা করেছে। যাতে জড়িত রাজস্বের পরিমান ছিল ১৮৩ (একশত তিরাশি) কোটি টাকা যার পুরোটাই আদায় হয়েছে।। বিভিন্ন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট মোট ৬৮০৩ (ছয় হাজার আটশত তিন) টি রাজস্ব ফাঁকি উদঘাটনের অভিযান পরিচালনা করেছে যাতে জড়িত রাজস্বের পরিমাণ ছিল ৫১৩ (পাঁচশত তের) কোটি এবং আদায় হয়েছে মোট ৮৯ (উননব্বই) কোটি টাকা। নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর, ঢাকা (ভ্যাট গোয়েন্দা) ২৩১ (দুইশত একত্রিশ) টি রাজস্ব ফাঁকি উদঘাটনের অভিযান পরিচালনা করেছে। এতে জড়িত রাজস্বের পরিমাণ ছিল ১৬৩৯ (এক হাজার ছয়শত উনচল্লিশ) কোটি এবং আদায় হয়েছে মোট ২৪০ (দুইশত চল্লিশ) কোটি টাকা | কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এ সময়ে রাজস্ব ফাঁকি উদঘাটনের অভিযান পরিচালনা করে মোট ৭৩ (তিয়াত্তর) কোটি টাকা আদায় করেছে।

অপরদিকে, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) ১৮১ (একশত একাশি) টি কর ফাঁকি উদঘাটনের অভিযান পরিচালনা করেছে। এতে জড়িত রাজস্বের পরিমাণ ছিল ৩৬৬ (তিনশত ছেষট্টি) কোটি টাকা এবং আদায়কৃত রাজস্বের পরিমাণ ১৯৪ (একশত চুরানব্বই) কোটি টাকা। আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট মোট ১৭০ টি কর ফাঁকি উদঘাটনের অভিযান পরিচালনা করেছে। এতে জড়িত রাজস্বের পরিমাণ ছিল ১,৮৭৪ (এক হাজার আটশত চুয়াত্তর) কোটি টাকা এবং আদায়কৃত রাজস্বের পরিমাণ ১১০ (একশত দশ) কোটি টাকা। এছাড়া, বিভিন্ন কর অঞ্চল (৪১টি) মোট ৬,৯৭২ (ছয় হাজার নয়শত বাহাত্তর) টি কর ফাঁকি উদঘাটনের অভিযান পরিচালনা করেছে। এতে জড়িত রাজস্বের পরিমাণ ছিল ১,৫৮৮ (এক হাজার পাঁচশত আটাশি) কোটি টাকা এবং আদায়কৃত রাজস্বের পরিমাণ ১০৫ (একশত পাঁচ) কোটি টাকা। বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ডের


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *