শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১১:১৩ অপরাহ্ন

শিরোনাম
গণঅধিকার পরিষদের নেতাকর্মী কর্তৃক ডিএমপি কমিশনারের কার্যালয়ে হামলার ভিডিওটি গুজব SAHR প্রতিনিধিদলের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাথে সাক্ষাৎ গণ অধিকার পরিষদের রাশেদ খান নুর এর ওপর হামলাকারীর পরিচয় জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি মাননীয় প্রধান উপদেষ্টার দুই প্রতিনিধি বুয়েট শিক্ষার্থী শাদিদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে: পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা হতে ০২টি বিদেশী পিস্তল, ০২টি বিদেশী রিভলবার এবং ১০ রাউন্ড গুলিসহ ০৬ (ছয়) জন অস্ত্রধারী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২ রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা হতে ০২টি বিদেশী পিস্তল, ০২টি বিদেশী রিভলবার এবং ১০ রাউন্ড গুলিসহ ০৬ (ছয়) জন অস্ত্রধারী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২ কাকরাইলের পরিস্থিতি নিয়ে আই এস পি আর এর বিবৃতি বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১২ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ

গৃহকর্মীদের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ও জীবনমান উন্নয়নে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

Enbnews24 | ইএনবি নিউজ ডেস্ক- / ৪৫ পাঠক
প্রকাশকাল শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১১:১৩ অপরাহ্ন

গৃহকর্মীদের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ও জীবনমান উন্নয়ন: আমাদের করণীয় শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান।

আজ বুধবার ঢাকায় বনিক বার্তার প্রধান কার্যালয়ে বণিক বার্তা ও গণসাক্ষরতা অভিযান- এর যৌথ উদ্যোগে এবং অক্সফ্যাম ইন বাংলাদেশের সহযোগিতা ও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে গোল টেবিল বৈঠকটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তৃতায় শ্রম সচিব বলেন, গৃহকর্মীদের শ্রম অধিকার নিশ্চিতকরণ, একটি সমন্বিত ও আইনি কাঠামো প্রণয়নের প্রয়োজনীয়তা আজ সর্বাধিক গুরুত্বপূর্ণ। কারণ, বাংলাদেশের প্রেক্ষাপটে বিপুল পরিমাণ শ্রমিক গৃহকর্মে যুক্ত আছে, সরকারিভাবে যার সঠিক কোন পরিসংখ্যান নেই। এসব শ্রমিকদের মূল অংশই নারী এবং তারা বিভিন্নভাবে বৈষম্যের শিকার হচ্ছে। শোভন কর্মক্ষেত্র এবং সাপ্তাহিক ছুটি না থাকা, নিয়োগপত্র না থাকা, সঠিক মজুরি না পাওয়া এবং জেন্ডারভিত্তিক নির্যাতনের মতো ঘটনা প্রায় প্রতিনিয়তই ঘটছে। অন্যদিকে শ্রমিক হিসেবে স্বীকৃতি না থাকায় বিশাল এ শ্রমগোষ্ঠী সামাজিক ও আর্থিকভাবে শ্রমিক হিসেবে প্রাপ্য নানান সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছে।

তিনি আরও বলেন, গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি, ২০১৫ বাস্তবায়নে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।

গোলটেবিল বৈঠকের সভাপতিত্ব করেন বাংলাদেশ ইন্সটিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন গণসাক্ষরতা অভিযান, গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক, গৃহকর্মী জাতীয় ফোরাম বাংলাদেশ, কোয়ালিশন ফর দ্য আরবান পুওর (কাপ), নারী পক্ষ, বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্র (বিএনএসকে), বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর প্রতিনিধিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *