রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন

শিরোনাম
রোহিঙ্গা নারী ও মেয়েদের জন্য জরুরি সুরক্ষার প্রয়োজন ধানমন্ডিতে দস্যুতার ঘটনায় আলামতসহ তিনজন গ্রেফতার গুলিস্তানে চোরাই মোবাইল চক্রের দশ সক্রিয় সদস্য গ্রেফতার: উদ্ধার ১০৩টি ফোন গণঅধিকার পরিষদের নেতাকর্মী কর্তৃক ডিএমপি কমিশনারের কার্যালয়ে হামলার ভিডিওটি গুজব SAHR প্রতিনিধিদলের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাথে সাক্ষাৎ গণ অধিকার পরিষদের রাশেদ খান নুর এর ওপর হামলাকারীর পরিচয় জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি মাননীয় প্রধান উপদেষ্টার দুই প্রতিনিধি বুয়েট শিক্ষার্থী শাদিদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে: পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা হতে ০২টি বিদেশী পিস্তল, ০২টি বিদেশী রিভলবার এবং ১০ রাউন্ড গুলিসহ ০৬ (ছয়) জন অস্ত্রধারী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২

বাংলাদেশ-মরক্কো: যুব উন্নয়ন ও সাংস্কৃতিক অভিজ্ঞতা বিনিময়ে পারস্পরিক সহযোগিতার আশ্বাস

মোঃ সিকান্দার আলী / ৯৬ পাঠক
প্রকাশকাল রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন

ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশগ্রহণের উদ্দেশ্যে মরক্কোর মারাকেশ শহরে সফররত মাননীয় যুব ও ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করেন। সফরের অংশ হিসেবে তিনি মরক্কোর যুব, সংস্কৃতি ও যোগাযোগ বিষয়ক মাননীয় মন্ত্রী মোহাম্মেদ মেহদি বেনসাইদের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠকে অংশ নেন।

বৈঠকে মাননীয় উপদেষ্টা বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর সাহসিকতা, সম্ভাবনা, দক্ষতা এবং সরকারের গৃহীত উন্নয়নমূলক উদ্যোগসমূহ তুলে ধরেন। তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক তরুণ, যাদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে সরকার সার্বিকভাবে কারিগরি, প্রযুক্তিনির্ভর এবং যুগোপযোগী প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রশিক্ষণসহ উদ্ভাবন ও চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী দক্ষতা অর্জনে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

তিনি মরক্কোর যুবসমাজের কর্মস্পৃহা ও উদ্ভাবনী শক্তির প্রশংসা করেন এবং দুই দেশের মাঝে সাংস্কৃতিক ও অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে মরক্কোর যুবমন্ত্রী মোহাম্মেদ মেহদি বেনসাইদ আগামী সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় গ্লোবাল ইয়ুথ সামিটে যোগদানে সম্মতি জানান।

তিনি বাংলাদেশ ও মরক্কোর মধ্যে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং দুই দেশের যুব উন্নয়ন ও সাংস্কৃতিক সহযোগিতার ক্ষেত্রে আইডিয়া এক্সচেঞ্জের ওপর জোর দেন।

দ্বিপক্ষীয় বৈঠকের প্রাক্কালে মৌরিতানিয়া, জর্ডান, গাম্বিয়া, জিবুতি সহ উপস্থিত ওআইসিভুক্ত অন্যান্য দেশের মন্ত্রীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন মাননীয় উপদেষ্টা। এসময় তারা জুলাই গণঅভ্যুত্থানকালীন তাঁর সাহসী নেতৃত্ব এবং অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমেরপ্রশংসা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *