বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৪:৪০ অপরাহ্ন

শিরোনাম
শেখ হাসিনার রায়কে ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা বিশ্ব টয়লেট দিবস ২০২৫ সেমস-গ্লোবালের আয়োজনে শেষ হলো তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী – ৩০তম বিল্ড সিরিজ, ২৭তম পাওয়ার সিরিজ ও ৭ম ওয়াটার এক্সপো ২০২৫ ব্র্যান্ড–যোগাযোগের বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ দিক নির্দেশনাকে কেন্দ্র করে অনুষ্ঠিত বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজন ১৪তম কমিউনিকেশন সামিট অস্ট্রেলিয়াজুড়ে “চেঞ্জ দি স্টোরি” উদ্যোগে একত্রিত হলো VAAUS সুরের মেলা”র প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ‍্য আয়োজন অনন্যা সাহিত্য পুরষ্কার পেলেন মহুয়া রউফ নিজস্ব প্রতিবেদক সরকারের এক সিদ্ধান্তে মুহূর্তে বেকার হবে ট্রাভেল এজেন্সির লাখ লাখ দক্ষ কর্মী বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন সংশোধনের প্রস্তাবিত নতুন খসড়া অধ্যাদেশ-২০২৫ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন জাঁকজমক ভাবে শেষ হলো ওয়েব ফাউন্ডেশন এর  “উদ্যোক্তা সম্মেলন ও মিলন মেলা মোল্লাকান্দিতে আবারও দুই গ্রুপের সংঘর্ষ একজন গুলিবদ্ধ

আইসেসকোকে বাংলাদেশে ইসলামিক কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সেন্টার প্রতিষ্ঠার আহ্বান যুব ও ক্রীড়া উপদেষ্টার

আলী আহসান রবি / ৪৮ পাঠক
প্রকাশকাল বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৪:৪০ অপরাহ্ন

৫৩টি মুসলিম দেশের আন্তঃসরকারি সংস্থা ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন (আইসেসকো)-এর সদরদপ্তরে আজ (১ জুলাই ২০২৫) সংস্থাটির মহাপরিচালক ড. সালিম এম. আলমালিক-এর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন মরক্কো সফররত বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৈঠকে ড. সালিমের নেতৃত্বে মুসলিম দেশসমূহে শিক্ষা, বিজ্ঞান, উদ্ভাবন, পরিবেশ, স্বাস্থ্য ও সংস্কৃতির প্রসারে আইসেসকোর চলমান কার্যক্রমের প্রশংসা করে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশ সরকার উন্নয়ন কর্মকান্ডে তরুণদের সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তিনি বাংলাদেশ সরকারের বিভিন্ন কার্যক্রম, বিশেষ করে যুবদের দক্ষতা উন্নয়নসংক্রান্ত প্রকল্পসমূহের বিস্তারিত তুলে ধরেন এবং এসব উদ্যোগে আইসেসকোর সক্রিয় সহযোগিতা কামনা করেন।

এ সময় তিনি ইসলামী সংস্কৃতি ও ভাষা বিষয়ে বাংলাদেশের জনগণের জ্ঞানের পরিসর বৃদ্ধি ও গবেষণার সুযোগ নিশ্চিত করতে দেশে একটি ‘ইসলামিক কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সেন্টার’ প্রতিষ্ঠা করতে আইসেসকোর প্রতি আহ্বান জানান। পাশাপাশি, আইসেসকোর অন্যান্য দেশে পরিচালিত প্রকল্পের আদলে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্মার্ট ক্লাসরুম সম্প্রসারণে সহায়তার অনুরোধ জানান।

ড. সালিম এম. আলমালিক বাংলাদেশের তরুণ প্রজন্মের সম্ভাবনা ও কর্মক্ষমতার ভূয়সী প্রশংসা করে বলেন, প্রতিষ্ঠাতা সদস্য দেশ হিসেবে বাংলাদেশ নিয়মিতভাবে আর্থিক সহযোগিতা প্রদান করে আইসেসকোর কার্যক্রমকে গতিশীল রেখেছে, যা অত্যন্ত প্রশংসনীয়। তিনি বাংলাদেশে শিক্ষা, স্বাস্থ্যসহ আইসেসকোর বিভিন্ন কর্মসূচি ও প্রকল্পের বিষয়ে উপদেষ্টাকে অবহিত করেন। তিনি আরো বলেন, ICESCO বাংলাদেশের সঙ্গে যে কোনো পরিসরে কাজ করতে আগ্রহী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে বাংলাদেশের মেধাবী ও প্রতিশ্রুতিশীল তরুণদেরকে আন্তর্জাতিক মঞ্চে সুযোগ করে দিতে বদ্ধপরিকর। এছাড়াও, ICESCO-এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমে বাংলাদেশের সুযোগ্য কাউকে প্রশিক্ষিত করে যুক্ত করারও আগ্রহ প্রকাশ করেন।

ড. সালিম জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের অর্জনের প্রশংসা করে বলেন, এ খাতে বাংলাদেশের অভিজ্ঞতা মুসলিম বিশ্বের জন্য অনুকরণীয়। তিনি মুসলিম দেশগুলোতে জলবায়ু বিষয়ক আইসেসকোর কর্মকাণ্ডে বাংলাদেশের বিশেষজ্ঞদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। একইসঙ্গে, আইসেসকোর উচ্চপর্যায়ে একজন বাংলাদেশি বিশেষজ্ঞকে যুক্ত করার আগ্রহ প্রকাশ করেন। এছাড়া, আইসেসকো ভুক্ত আফ্রিকার দেশগুলোতে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ প্রকল্প সম্প্রসারণে বাংলাদেশের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

বৈঠকে উভয়পক্ষ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠক শেষে মাননীয় উপদেষ্টা আইসেসকোর সদরদপ্তরে অবস্থিত ‘দ্য ইন্টারন্যাশনাল ফেয়ার অ্যান্ড মিউজিয়াম অব দ্য প্রফেট মুহাম্মদ (সা.) অ্যান্ড ইসলামিক সিভিলাইজেশন’ পরিদর্শন করেন। এসময় বাংলাদেশের ঐতিহ্য ও ইসলামি সংস্কৃতি ভবিষ্যতে এই জাদুঘরের প্রদর্শনীর অংশ হতে পারে এবং বাংলাদেশেও অনুরূপ একটি জাদুঘর প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *