সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:২০ পূর্বাহ্ন

শিরোনাম
সরকার কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থ সংরক্ষণের চেষ্টা করছে – স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি বাণিজ্য উপদেষ্টার সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূত এর বৈঠক খাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ, সংকট মোকাবিলায় সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান বায়তুল মুকাররম মসজিদে ইবাদতবান্ধব ধর্মীয় আবহ তৈরি হয়েছে- ধর্ম উপদেষ্টা বোয়ালমারী উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত জুলাই আন্দোলনের শহীদ ১১ স্কাউটের আত্মত্যাগে নতুন বাংলাদেশ নির্মাণের প্রেরণা খুঁজে পাই — শিক্ষা উপদেষ্টা ড. সি. আর. আবরার জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নারী উদ্যোক্তাদের জন্য অতিরিক্ত অর্থায়ন প্রয়োজন -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বন্যপ্রাণী রক্ষায় নতুন প্রজন্মের অগ্রণী ভূমিকা অনস্বীকার্য – উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বাংলাদেশ মিশন আদ্দিস আবাবায় ই-পাসপোর্ট সেবা কার্যক্রম এর উদ্বোধনী অনুষ্ঠান প্রসঙ্গে।

a-chalan এর মাধ্যমে সরকারি ট্রেজারিতে শুল্ক-করাদি সরাসরি জমা দেয়ার ব্যবস্থা চালু হল

আলী আহসান রবি - স্টাফ রিপোর্টার / ৮১ পাঠক
প্রকাশকাল সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:২০ পূর্বাহ্ন

অর্থ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে নতুন অর্থবছরের শুরুতে আমদানিকারক, রপ্তানিকারক এবং তাঁদের মনোনীত সিএন্ডএফ এজেন্ট কর্তৃক আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট শুল্ক-করাদি a-chalan এর মাধ্যমে অনলাইনে সরাসরি সরকারি ট্রেজারিতে জমা দেয়ার ব্যবস্থা চালু করা হয়েছে। কাস্টমস এর Asycuda World সিস্টেমের সাথে a-chalan সিস্টেমের ইন্টিগ্রেশনের মাধ্যমে আমদানি-রপ্তানিকারকের নিজস্ব ব্যাংক একাউন্ট হতে অফলাইন অথবা অনলাইন পদ্ধতিতে সরাসরি সরকারি ট্রেজারিতে শুল্ক-কর জমা দেয়ার নতুন যুগের সূচনা করেছে জাতীয় রাজস্ব বোর্ডের Asycuda World এবং অর্থবিভাগের iBAS++ টিম।

বিদ্যমান ব্যবস্থায় করদাতাগণ দিনের একটি নির্দিষ্ট সময়ে RTGS পদ্ধতিতে যে শূল্ক-কর জমা দেন তা সরকারি ট্রেজারিতে জমা হতে কয়েকদিন সময় লেগে যায় বিধায় সরকারের আর্থিক ক্ষতি হয়। এখন থেকে যেকোনো সময় (২৪/৭), যেকোনো স্থান থেকে ঘরে বসে অটোমেটেড চালানের (a-chalan) মাধ্যমে অনলাইনে কাস্টমস শুল্ক জমা দিয়ে দ্রুততম সময়ে পণ্য খালাস করা যাবে। a-chalan এর মাধ্যমে জমা দেয়া এই অর্থ তাৎক্ষণিকভাবে সরকারের ট্রেজারিতে জমা হবে বিধায় সরকার তাৎক্ষণিকভাবে এই নগদ অর্থ খরচ করতে পারবে।

অর্থ বিভাগের iBAS++ স্কিমের a-chalan সিস্টেম ও জাতীয় রাজস্ব বোর্ডের Asycuda World সিস্টেমের মধ্যে সফল ইন্টিগ্রেশন সম্পন্ন পূর্বক iBAS++ ও জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের তত্ত্বাবধানে ১- ২ জুলাই ২০২৫ তারিখে চট্টগ্রাম কাস্টমস হাউসের অধীন আমদানি-রপ্তানিকারক, সিএন্ডএফ এজেন্ট এবং কাস্টমস হাউস চট্টগ্রামের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সফল প্রশিক্ষণ প্রদান শেষে ০৩/০৭/২০২৫ তারিখে সোনালী ব্যাংক কাস্টমস হাউসসহ সকল তফসিলি ব্যাংকের মাধ্যমে শুল্ক-কর সফলতার সাথে সরাসরি সরকারি ট্রেজারিতে জমা করা শুরু হয়েছে। এদিন ৭৫ টি বিল এন্ট্রির বিপরীতে ১৩ কোটি টাকার অধিক কাস্টমস শুল্ক তাৎক্ষণিক সরকারি কোষাগারে জমা হয়েছে।

a-chalan সরকারি রাজস্ব আহরণের একটি ওয়েবভিত্তিক সিস্টেম যার মাধ্যমে আমদানিকারক, রপ্তানিকারক, সিএন্ডএফ এজেন্ট যেকেউ ঘরে বসে ইন্টারনেট ব্যাংকিং (ডেবিট/ক্রেডিটকার্ড,এমএফএস/ রকেট/ বিকাশ/ নগদ/ উপায়/ এমক্যাশ/ট্রাস্টপে ইত্যাদি) এর মাধ্যমে কাস্টমস ডিউটি জমা দিয়ে সিস্টেম জেনারেটেড রিসিপ্ট নম্বর দিয়ে বন্দর হতে পণ্য খালাস করতে পারবেন। পাশাপাশি যেকোন ব্যাংকের (৬১টি ব্যাংকের ১১,৭০০ শাখা) যেকোন কাউন্টারে একাউন্ট ডেবিট অথবা চেক ক্লিয়ারিং এর মাধ্যমে শুল্ক-কর পরিশোধ করে আমদানি পণ্য দ্রুততম সময়ে খালাস করতে পারবেন।

ইতোপুর্বে বিগত ২৩/০৪/২০২৫ তারিখে আইসিডি কমলাপুর কাস্টমস হাউসে প্রথম এই পদ্ধতিতে শুল্ক-কর আদায়ের পাইলটিং শুরু হয়। পরবর্তীতে, পানগাঁও কাস্টমস হাউসে তা চালু করা হয়। তৃতীয় স্টেশন হিসেবে চট্টগ্রাম কাস্টমস হাউস ০৩/০৭/২০২৫ তারিখে একই পদ্ধতিতে শুল্ক-কর জমা নেয়া চালু করেছে। আগামী ০৭/০৭/২০২৫ তারিখ হতে ঢাকা কাস্টমস হাউসসহ অন্যান্য সকল কাস্টমস হাউস একইভাবে a-chalan এর মাধ্যমে অনলাইনে সরাসরি সরকারি ট্রেজারিতে শুল্ক-কর জমা দেয়া চালু করবে। সরাসরি সরকারি ট্রেজারিতে শুল্ক-কর জমা হবার ফলে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নিশ্চিতসহ এ আদায় প্রক্রিয়া হবে আরো সহজ এবং সরকারের আর্থিকখাত হবে আরো সুশৃঙ্খল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *