শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জ যুবলীগ নেতা ফিরোজ মাহমুদকে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ ৬০০০ পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাস নেপালে থাকা সকল বাংলাদেশি নিরাপদে আছেন বিআইডব্লিউটিএ এর কর্মকর্তাদের উৎকোচ গ্রহণের অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয় বিএফআইডিসির আধুনিকায়ন ও রপ্তানি সম্ভাবনা উন্মোচনে পরিবেশ উপদেষ্টা ও ইউএনসিডিএফ-এর বৈঠক রূপপুর গ্রীণসিটি প্রকল্পে অস্বাভাবিক ব্যয়ের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় আরো দুই উপ-সহকারী প্রকৌশলীকে বাধ্যতামূলক অবসর ও একজনকে নিম্নবেতন গ্রেডে অবনমিতকরণ গোয়েন্দা পুলিশের অভিযানে ৫০০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার তিন নেপাল থেকে বিশেষ ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে জাতীয় ফুটবল দল আওয়ামী সরকারের আমলে স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জরুল ইসলাম মিঠুকে গ্রেফতার করেছে (ডিবি)

ইমপ্লিমেন্টেশন অব এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিমস (ইআইএস) পাইলট’ শীর্ষক জাতীয় কর্মশালা অনুষ্ঠিত

আলী আহসান রবি / ৩০ পাঠক
প্রকাশকাল শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৯ পূর্বাহ্ন

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান আজ বলেছেন, বাংলাদেশের শ্রমিকদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ ও ন্যায্য সামাজিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পথে ইআইএস পাইলট প্রকল্প একটি ঐতিহাসিক মাইলফলক। তিনি আজ মঙ্গলবার ঢাকার একটি হোটেলে আয়োজিত ‘ইমপ্লিমেন্টেশন অব এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিমস (ইআইএস) পাইলট’ শীর্ষক জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শ্রম সচিব বলেন, ইআইএস পাইলট প্রকল্প ইতিমধ্যেই একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরি করেছে। একটি ত্রিপক্ষীয় পরামর্শক কাঠামো (সরকার, নিয়োগকর্তা ও শ্রমিক প্রতিনিধি) গঠনের মাধ্যমে এই প্রকল্পের কার্যকারিতা নিশ্চিত করা হবে।

শ্রম সচিব আরও বলেন, শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শ্রমিকদের পেশাগত দূর্ঘটনা, অক্ষমতা মূল্যায়ন ও পেশাগত রোগ নির্ণয় তদারকি করবে। পাশাপাশি, শারীরিক, বৃত্তিমূলক ও মানসিক পুনর্বাসন সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান সিআরপি (সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজড) এবং দক্ষিণ কোরিয়ার একটি প্রতিষ্ঠানের সাথে সম্প্রতি স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক (এমওইউ) এই ক্ষেত্রে প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে।

কর্মশালায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা, বেপজা‘র প্রতিনিধি, শ্রমিক ও নিয়োগকর্তা প্রতিনিধি এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *