মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৫ পূর্বাহ্ন

শিরোনাম
কপ-৩০ সম্মেলন উপলক্ষে বাংলাদেশের তরুণদের ২৬ দফা দাবি-সংবলিত জলবায়ু সনদ প্রকাশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর পরিবারের সদস্য এবং অন্যান্যদের নামে নামকরণকৃত প্রতিষ্ঠান/স্থাপনা/প্রকল্পের নাম পরিবর্তন সংক্রান্ত তালিকা হালনাগাদকরণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। শাহবাগ থানার মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান ও ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী পাঁচজনসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে ডিবি সাংবাদিকদের কল্যাণে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগ প্রয়োজন -তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হাজারীবাগ থানার মানবপাচার মামলায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা ও ০৪ জন সহযোগীসহ মোট ০৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২ ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ পুলিশ, সোয়াত টিম, ডগ স্কয়াড ও দুই হাজারের বেশি পুলিশ মোতায়েন থাকবে। -ডিএমপি কমিশনার দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি রয়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের নিরাপদ খাদ্য সম্পর্কিত গবেষণালব্ধ ফলাফল নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে এবং জনহিতকর কাজে প্রয়োগ করা হবে – খাদ্য সচিব মোঃ মাসুদুল হাসান উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’র সঙ্গে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ

জুলাই যোদ্ধাদের ঐক্যই আমাদের শক্তি – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

আলী আহসান রবি / ৫০ পাঠক
প্রকাশকাল মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৫ পূর্বাহ্ন

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, গণতন্ত্র ও ন্যায্য অধিকার আদায়ে জুলাই যোদ্ধারা সম্মিলিতভাবে লড়াই করেছে। কেউ এককভাবে কিছু করেনি। এই ঐক্যই আমাদের শক্তি।

উপদেষ্টা আজ বিকালে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (এইউএসটি) প্রফেসর ড. এম এইচ খান অডিটোরিয়ামে ‘জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

আহত ও আন্দোলনে অংশগ্রহণকারী সকল ছাত্র-ছাত্রীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, “আমি আপনাদের স্যালুট জানাই। আপনাদের সাহসিকতার কারণেই আজকে আমরা এই দিনটি পেয়েছি। ছাত্র জনতার উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা দেশকে রক্ষা করেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। গণতন্ত্র আমাদেরকে কেউ উপহার দেয়নি। এটা আপনাদের কণ্ঠস্বরের ফসল। সেই কণ্ঠস্বরের প্রতি আমাদের সম্মান দেখাতে হবে।”

তিনি আরো বলেন, “আমি নিজেও আন্দোলনের সময় ‘ক্ষুব্ধ নারী সমাজ’ প্ল্যাটফর্মের মাধ্যমে রাজপথে ছাত্র-জনতার সঙ্গে ছিলাম। এই আন্দোলনের পেছনে রয়েছে ২০১৮ সালের ছাত্র আন্দোলনের প্রস্তুতি, যা পরবর্তীতে ছাত্র জনতার আন্দোলনে ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছিল।” তিনি বলেন, “দেশের ভেতর ও বাইরে অনেক ষড়যন্ত্র রয়েছে। আমরা কোনো বৈশ্বিক প্রতিষ্ঠানের শৃঙ্খলে আবদ্ধ হতে চাই না। নতুন প্রজন্ম এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, সেটাই আমাদের প্রত্যাশা।”

উপদেষ্টা বলেন, “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের রক্তের বিনিময়েই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। এই সরকার নির্দিষ্ট সময়ের জন্য কাজ করবে এবং এই সময়ে জনগণের জন্য ভালো কাজগুলো করে যেতে হবে। এই ভালো কাজগুলো রক্ষা করার দায়িত্ব ছাত্র-জনতার।”

আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আশরাফুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন এএউএসটি’র চেয়ারম্যান অধ্যাপক ড. গোলাম রহমান, উপ- উপাচার্য প্রফেসর ড. মুহ. মাহবুবুর রহমান, জুলাই যোদ্ধাদের পক্ষে বক্তৃতা করেন এএউএসটি’র ছাত্র শাফি আহম্মেদ উল্লাহ, আরেফিন ফয়সাল আলভী,
তৌহিদ হাসান রিমন, মোস্তাকিম বিল্লাহ শ্রেষ্ঠ। পরে উপদেষ্টা জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে স্থিরচিত্র প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *