মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০০ পূর্বাহ্ন

শিরোনাম
কপ-৩০ সম্মেলন উপলক্ষে বাংলাদেশের তরুণদের ২৬ দফা দাবি-সংবলিত জলবায়ু সনদ প্রকাশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর পরিবারের সদস্য এবং অন্যান্যদের নামে নামকরণকৃত প্রতিষ্ঠান/স্থাপনা/প্রকল্পের নাম পরিবর্তন সংক্রান্ত তালিকা হালনাগাদকরণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। শাহবাগ থানার মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান ও ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী পাঁচজনসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে ডিবি সাংবাদিকদের কল্যাণে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগ প্রয়োজন -তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হাজারীবাগ থানার মানবপাচার মামলায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা ও ০৪ জন সহযোগীসহ মোট ০৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২ ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ পুলিশ, সোয়াত টিম, ডগ স্কয়াড ও দুই হাজারের বেশি পুলিশ মোতায়েন থাকবে। -ডিএমপি কমিশনার দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি রয়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের নিরাপদ খাদ্য সম্পর্কিত গবেষণালব্ধ ফলাফল নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে এবং জনহিতকর কাজে প্রয়োগ করা হবে – খাদ্য সচিব মোঃ মাসুদুল হাসান উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’র সঙ্গে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ

মূল্যায়নভিত্তিক জাতীয় সংলাপের মাধ্যমে শ্রমিকদের সামাজিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন বিষয়ক আলোচনা অনুষ্ঠিত

মোঃ সিকান্দার আলী / ৫২ পাঠক
প্রকাশকাল মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০০ পূর্বাহ্ন

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান আজ বলেছেন, “শ্রমিকদের সামাজিক সুরক্ষা প্রদান কোনো অনুগ্রহ নয়, বরং এটি রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব।” নারী শ্রমিকদের মাতৃত্বকালীন সুবিধা, বেকারত্ব ভাতা ও অসুস্থতা সুরক্ষাসহ সামগ্রিক শ্রমিক কল্যাণ নিশ্চিত করতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করছে।

আজ রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) ও এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)-এর আয়োজনে অনুষ্ঠিত এক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সচিব উল্লেখ করেন, ২০২৬ সালে স্বল্পোন্নত দেশ (LDC) থেকে উত্তরণ এবং ২০৩১ সালের মধ্যে উচ্চ-মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্যে শ্রমিকদের জন্য একটি সর্বজনীন ও অধিকারভিত্তিক সামাজিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা অপরিহার্য। এ লক্ষ্যে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর সংশোধনী প্রক্রিয়াধীন রয়েছে, যা আন্তর্জাতিক শ্রম মানদণ্ডের সাথে সঙ্গতিপূর্ণ হবে। ত্রিপক্ষীয় পরামর্শক কাউন্সিলের মাধ্যমে সংশোধন নিয়ে ব্যাপক আলোচনা করা হয়েছে, যাতে নারী শ্রমিকদের জন্য উন্নত মাতৃত্ব সুবিধা ও Employment Injury Scheme (EIS) চালু করা যায়।

ABND প্রক্রিয়ার মাধ্যমে শ্রমবাজারের চাহিদা শনাক্ত করে একটি কর্মী-বান্ধব সামাজিক সুরক্ষা কাঠামো প্রণয়ন করা হবে বলে শ্রম সচিব আশাবাদ ব্যক্ত করেন।

সংলাপে বিভিন্ন মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাবৃন্দ,
মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (BGMEA), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (BKMEA), ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (FBCCI), জার্মান ইন্টারন্যাশনাল কোঅপারেশন (GIZ), ইউএনডিপি, আইএলও ও এডিবির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *