বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ২৪ এর গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার যে আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা নতুন করে দেশটাকে পেলাম এবার নতুন করে দেশটাকে গড়তে চাই। উপদেষ্টা ২৪ শের জুলাই আন্দোলনে জুলাই যোদ্ধাদের এবং শ্রমিকদের সম্মান ও নিহত শ্রমিক ভাই-বোনদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং স্যালুট জানান।
উপদেষ্টা বলেন, আমরা চাই শিল্পের বিকাশ। চাই পৃথিবীর শ্রেষ্ঠ শিল্প তৈরি করতে। এজন্য আমাদের মালিকপক্ষ শ্রমিক পক্ষের উভয়ের বন্ধন এবং মালিকপক্ষের সর্বোচ্চ শ্রেষ্ঠ ব্যবস্থাপনা। তিনি আরো বলেন,
শ্রমিক চায় ট্রেড ইউনিয়ন যে ট্রেড ইউনিয়ন হতে হবে দায়িত্বশীল।
উপদেষ্টা বলেন, ৫৪ বছরে আর যাইহোক বিগত সরকারের সময় স্বচ্ছতা, ন্যায্যতা, সুব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারেনি। যেখানে আপনারা নিশ্চয়ই উপলব্ধি করছেন যে রাজনীতির হাতে আপনারা বারবার মার খাচ্ছেন। শারমীন এস মুরশিদ বলেন, আমাদের শিল্প হোক সংকীর্ণ রাজনীতি মুক্ত, দলীয় রাজনীতি মুক্ত। রাজনীতি হতে হবে আমাদের শ্রমিকের কল্যাণের রাজনীতি। রাজনীতি হতে হবে শিল্পের সুবিকাশ, বিশালতা এবং দেশের মঙ্গলের জন্য।
উপদেষ্টা বলেন, ৮০ শতাংশ মেয়েরা গার্মেন্টস সেক্টরে কাজ করে এদেশের আর্থসামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে। তাদের সুস্বাস্থ্য, সুব্যবস্থাপনার দিকে আমার মন্ত্রণালয় নজর রাখবে এ আশাবাদ ব্যক্ত করেন