বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন

শিরোনাম
বাণিজ্য উপদেষ্টার সাথে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সাউথ-সাউথ অ্যান্ড ট্রায়াঙ্গুলার কো-অপারেশন বিভাগের পরিচালক এর বৈঠক জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ৪৪ জনের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক যুব ও ক্রীড়া উপদেষ্টার সাথে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সোহাগ হত্যা মামলার আরও দুই আসামি গ্রেফতার ১০,০০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-গুলশান* মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় হতাহতের তালিকা প্রস্তুত করতে স্কুল কর্তৃপক্ষের কমিটি গঠন প্রকৃতি-ভিত্তিক সমাধান এবং উন্নত দেশগুলোকে যথাযথভাবে জলবায়ু দায়িত্ব পালনের আহ্বান – উপদেষ্টার সৈয়দা রিজওয়ানা হাসান গুলিস্তানে ছাত্রলীগের দুই সদস্য ককটেলসহ গ্রেফতার র্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন শিক্ষা সচিব পরীক্ষা পেছাতে রাজি হয় নাই শিক্ষার্থীদের বিক্ষুব্ধ করতেই এই কৌশল

‘স্বল্প আয়ের মানুষের জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসন সুবিধা নিশ্চিত করতে হবে’ – উপদেষ্টা আদিলুর রহমান খান

আলী আহসান রবি / ৬৭ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ঢাকা শহরে স্বল্প আয়ের মানুষের জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসন সুবিধা নিশ্চিত করতে হবে। বিগত সময়ে মানুষকে ঢাকা কেন্দ্রিক করে ফেলা হয়েছে। ঢাকার সাথে আশেপাশের জেলাগুলোর ভালো সংযোগ স্থাপন করা হয়নি। যার ফলে মানুষ কাজের জন্য ঢাকা আসলেও, কাজ সেরে ফিরে যেতে পারছে না। বুয়েটের স্থাপত্য বিভাগের ঢাকায় নিম্নবিত্তের সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক আবাসন: ডিজাইন-গবেষণা আজকের এ উপস্থাপনা ঢাকা শহরে স্বল্প আয়ের মানুষের জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসন সুবিধা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, রাজউক ও গৃহায়ন কর্তৃপক্ষ এখন প্লট বরাদ্দ করছে না। ছাত্র-জনতার গণঅভ্যুন্থানের পর প্লট ও ফ্ল্যাট দেওয়ার ক্ষেত্রে বিশেষ কোটা বাতিল করেছে সরকার। স্বল্প আয়ের মানুষের আবাসন সুবিধা নিশ্চিত করতে রাজউক থেকে লটারির মাধ্যমে এ্যাপার্টমেন্ট দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। কৃষি জমি সুরক্ষার জন্য আইন তৈরি করা হচ্ছে।

আজ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর স্থাপত্য বিভাগ আয়োজিত “ঢাকায় নিম্নবিত্তের সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক আবাসন” শীর্ষক এক বিশেষ ডিজাইন-গবেষণা উপস্থাপনা ও আলোচনায় উপদেষ্টা একথা বলেন।

বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামানের সভাপতিত্বে ডিজাইন-গবেষণা উপস্থাপনা ও আলোচনায় বক্তব্য রাখেন বুয়েট-এর উপ-উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাসিব চৌধুরী। উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান বলেন, ঢাকার আবাসিক এলাকা বাণিজ্যিক এলাকায় পরিণত হচ্ছে। ঢাকার পাশে ফ্লাড ফ্লো জোন ও কৃষি জমিতে আবাসিক এলকা গড়ে উঠছে। যা বন্ধ হওয়ার দরকার।

অন্তর্ভুক্তিমূলক আবাসনের এ আলোচনায় স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. ক্যাথরিন ডেইজি গোমেজ তার স্বাগত বক্তব্যে শহরে ক্রমবর্ধমান ঘনত্ব ও আয় বৈষম্যের প্রেক্ষাপটে অন্তর্ভুক্তিমূলক আবাসনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। যেখানে মূল প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক ড. শায়ের গফুর। তিনি ঢাকার নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য সম্ভাব্য আবাসন মডেল এবং বাস্তবধর্মী ডিজাইন নীতিমালা উপস্থাপন করেন।

স্থাপত্য বিভাগের ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের প্রতিনিধি টঙ্গী ও শ্যামপুর এলাকাভিত্তিক দুটি সাইটের ওপর আবাসনের জন্য গবেষণাভিত্তিক ডিজাইন ও সুপারিশ উপস্থাপন করে। আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা অন্তর্ভুক্তিমূলক আবাসনের জন্য নগর পরিকল্পনা, স্থাপত্য ও নীতি প্রণয়নের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *