মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন

শিরোনাম
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা হতে ৮০০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-গুলশান। গ্রেফতারকৃতদের নাম-মো: আবু জাহের (৫৬) ও মনোয়ারা বেগম (৫২) । জরুরি রক্তের প্রয়োজনে সেতু বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের রক্তদাতাগণ প্রস্তুত রয়েছেন। বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে – অধ্যাপক ডা. সায়েদুর রহমান হতাহতের তথ্য গোপন করা হচ্ছে দাবি করে অপপ্রচার চালানো হচ্ছে, আমরা অত্যন্ত দৃঢ়ভাবে জানাতে চাই যে, এ দাবি সঠিক নয়। তাৎক্ষণিক চিকিৎসা ও রক্তের প্রয়োজন মেটাতে সর্বোচ্চ প্রস্তুত বার্ন ইনস্টিটিউটে নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বিজিবির জনসচেতনতামূলক সভা: মাইন বিস্ফোরণে আহতদের আর্থিক সহায়তা প্রদান, শিক্ষার্থীদের খেলাধুলার সামগ্রী এবং দুস্থ নারীদের সেলাই মেশিন বিতরণ ফ্যাসিবাদের মূলোৎপাটনে মাদ্রাসা শিক্ষার্থীদের আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান আকস্মিক দুর্ঘটনায় বিধ্বস্ত শিশুশ্রম মুক্ত বাংলাদেশ গড়তে সংশোধিত শ্রম আইনে আন্তর্জাতিক মান নিশ্চিত করার ঘোষণা: শ্রম ও কর্মসংস্থান সচিব বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান আকস্মিক দুর্ঘটনায় বিধ্বস্ত

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বিজিবির জনসচেতনতামূলক সভা: মাইন বিস্ফোরণে আহতদের আর্থিক সহায়তা প্রদান, শিক্ষার্থীদের খেলাধুলার সামগ্রী এবং দুস্থ নারীদের সেলাই মেশিন বিতরণ

আলী আহসান রবি / ৫৯ পাঠক
প্রকাশকাল মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন

বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক বিজিবি মহাপরিচালকের এই ভিশন বাস্তবায়নের লক্ষ্যে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম এলাকায় মাইন বিস্ফোরণে আহত ব্যক্তিদেরকে আর্থিক সহায়তা প্রদান, শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী এবং দুস্থ নারীদেরকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

আজ ২১ জুলাই ২০২৫ তারিখ সকালে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর উদ্যোগে সীমান্তবর্তী ঘুমধুম উচ্চ বিদ্যালয় মাঠে একটি জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিজিবি অধিনায়ক অবৈধভাবে সীমান্ত পারাপার, মাদকদ্রব্যের কুফল, মাইন বিস্ফোরণ প্রতিরোধ ও সীমান্ত নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। অধিনায়ক বলেন, বিজিবি দেশের অখন্ডতা রক্ষা ও সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনপদের মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। বিজিবি সীমান্তে মাদক পাচার রোধেও সর্বদা তৎপর রয়েছে এবং মাদক কারবারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করছে। স্থানীয় জনগণের যেকোনো সমস্যা ও সংকট মোকাবেলায়ও বিজিবি পাশে থাকবে বলে তিনি আশ্বাস দেন।

পরবর্তীতে বিজিবি অধিনায়ক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ, দরিদ্র ও অসহায় নারীদের কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন প্রদান এবং সাম্প্রতিককালে মাইন বিস্ফোরণে আহতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন।

অনুষ্ঠানে কক্সবাজার ব্যাটালিয়নের উপ-অধিনায়ক, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সীমান্তবর্তী এলাকার বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষক- শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *