বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন

শিরোনাম
বাণিজ্য উপদেষ্টার সাথে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সাউথ-সাউথ অ্যান্ড ট্রায়াঙ্গুলার কো-অপারেশন বিভাগের পরিচালক এর বৈঠক জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ৪৪ জনের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক যুব ও ক্রীড়া উপদেষ্টার সাথে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সোহাগ হত্যা মামলার আরও দুই আসামি গ্রেফতার ১০,০০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-গুলশান* মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় হতাহতের তালিকা প্রস্তুত করতে স্কুল কর্তৃপক্ষের কমিটি গঠন প্রকৃতি-ভিত্তিক সমাধান এবং উন্নত দেশগুলোকে যথাযথভাবে জলবায়ু দায়িত্ব পালনের আহ্বান – উপদেষ্টার সৈয়দা রিজওয়ানা হাসান গুলিস্তানে ছাত্রলীগের দুই সদস্য ককটেলসহ গ্রেফতার র্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন শিক্ষা সচিব পরীক্ষা পেছাতে রাজি হয় নাই শিক্ষার্থীদের বিক্ষুব্ধ করতেই এই কৌশল

যুব ও ক্রীড়া উপদেষ্টার সাথে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

মোঃ সিকান্দার আলী / ১ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন

অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া-এঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ( Federal Minister for Interior) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান সৈয়দ মহসিন রাজা নকভী (Syed Mohsin Raza Naqvi)

আজ (বুধবার) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার নিজ অফিসকক্ষে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে যুব ও ক্রীড়া উপদেষ্টা পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের প্রায় ৬৩% নাগরিকের বয়স ১৮-৩৫ এর মধ্যে। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে এই বিশাল যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করতে বিভিন্ন রকমের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যুব উদ্যোক্তা তৈরি করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি মূলক প্রশিক্ষণ কার্যক্রমের মডিউল হাতে নেওয়া হচ্ছে।খেলাধুলা যে কোনো দেশের মধ্যে সম্পর্কের উন্নয়ন করতে পারে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে অনেক সহযোগিতার সুযোগ রয়েছে। দুই দেশের মধ্যে ক্রিকেট, হকি, এবং কাবাডি খেলায় পরস্পরের মধ্যে আইডিয়া শেয়ার করা যেতে পারে। পাকিস্তান সৌর বিদ্যুৎ উৎপাদনে অনেক এগিয়ে উল্লেখ করে উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার বিভাগ তার প্রায় ৫৬০০ প্রতিষ্ঠানে সৌর বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে রূফ টপ সোলার পলিসি নিয়ে কাজ করছে এ বিষয়ে দুই দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করা যেতে পারে। পাকিস্তানের আমন্ত্রণে জন্ম- মৃত্যু নিবন্ধনের একক ডাটাবেইজ সিস্টেম পরিদর্শন করতে শীঘ্রই একটি প্রতিনিধি দল পাকিস্তানে যাবে বলে উপদেষ্টা স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন।

বৈঠকের শুরুতে মহসিন রাজা নকভি রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। এ সময় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী যুব ও ক্রীড়া উপদেষ্টাকে পাকিস্তানের ভ্রমণের আমন্ত্রণ জানিয়ে বলেন, আমরা দুই দেশের মধ্যে যুব উন্নয়ন কর্মসূচিকে এগিয়ে নিতে আগ্রহী। হকি, কাবাডি এবং ক্রিকেট খেলার উন্নয়নে একসাথে কাজ করতে চাই এবং অতি শীঘ্রই এই তিনটি খেলার উন্নয়নে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হবে বলে তিনি জানান।

উক্ত সাক্ষাৎকারে যুব ও ক্রীড়া সচিব মো: মাহবুব-উল-আলম, স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী, বাংলাদেশ নিযুক্ত পাকিস্তানের চার্জ ডি অ্যাফেয়ার্স Muhammad Wasif, কাউন্সিলর Kamran Dhangal সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *