শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান আজ ঠাকুরগাঁও জেলায় শিশুশ্রম নিরসনে আইএলও’র অর্থায়নে ইএসডিও কর্তৃক বাস্তবায়িত “শিশুশ্রম পর্যবেক্ষণ ব্যবস্থা (CLMS)” মডেলকে জাতীয় পর্যায়ে সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ঠাকুরগাঁও মডেল একটি অনুকরণীয় উদাহরণ। অন্যান্য জেলায়ও এই মডেল প্রয়োগ করে শিশুশ্রম নিরসনের কার্যক্রমকে গতিশীল করতে হবে।
আজ শনিবার ঠাকুরগাঁওয়ের গোবিন্দনগরে ইএসডিও’র প্রধান কার্যালয়ে “শিশুশ্রম নিরসনে ঠাকুরগাঁও মডেল: অভিজ্ঞতা ও সাফল্য” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সচিব জানান, বাংলাদেশে প্রায় ১০ লক্ষ শিশু ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত। সরকার আইএলও কনভেনশন ১৩৮ ও ১৮২ অনুস্বাক্ষর করে শিশুশ্রম বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, “মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সমন্বয়ে আমরা শিশুশ্রম শূন্যের কোঠায় নামিয়ে আনতে কাজ করছি।
ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান জানান, CLMS মডেলের মাধ্যমে ঠাকুরগাঁওয়ে ১,১৯২ জন শিশুকে শ্রমমুক্ত করে শিক্ষা ও পুনর্বাসনে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কর্মশালায় সাবেক শিশুশ্রমিক, অভিভাবক, স্থানীয় নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণে মাঠপর্যায়ের অভিজ্ঞতা বিনিময় করা হয়। স্টল প্রদর্শনী, গম্ভীরা নৃত্য ও পথনাটকের মাধ্যমে শিশুশ্রমের কুফল নিয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মিজ জাহেদা পারভীন, রংপুরের বিভাগীয় কমিশনার জনাব মো. শহিদুল ইসলাম এনডিসি এবং কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক জনাব ওমর মো. ইমরুল মহসিন।