মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০১:৩৬ অপরাহ্ন
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান দিনাজপুরে দুস্থ শ্রমিকদের আর্থিক সহায়তা চেক প্রদানকালে বলেন, “শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শ্রমিকদের কল্যাণের জন্য দিনরাত কাজ করে যাচ্ছে। শ্রমিকদের জন্য শোভন কর্মপরিবেশ, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকল্পে শ্রম আইন, ২০০৬ সংশোধন করা হচ্ছে। যা আন্তর্জাতিক শ্রমমান নিশ্চিত করবে।
গতকাল শুক্রবার দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক প্রদান ও ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শ্রম সচিব বলেন, সরকার শ্রমিকদের অধিকার সুরক্ষা, ন্যায্য মজুরি এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। সংশোধিত শ্রম আইনে শ্রমিকদের সুবিধা আরও সম্প্রসারিত হবে এবং শ্রম অধিকার সংরক্ষণ করা হবে।
সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের বক্তব্য শুনেন এবং সংশ্লিষ্টদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।
উপস্থিত ট্রেড ইউনিয়ন নেতারা শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন এবং সরকারের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় দিনাজপুরের ১৪টি ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ এবং শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে আর্থিক সহায়তাপ্রাপ্ত ৯০ জন উপকারভোগী উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা প্রশাসক, দিনাজপুরসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, আঞ্চলিক শ্রম দপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।