শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৮:২৮ পূর্বাহ্ন

শিরোনাম
খুলনা বিভাগের উন্নয়নচ্যালেঞ্জে বিশিষ্টজনদের ৫ দফা সুপারিশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ২৫ নভেম্বর ২০২৫ থেকে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হবে। স্কুল শিক্ষার্থীদের নিয়ে হাইজিন ক্যাম্পেইন শুরু করলো লায়ন কল্লোল দ্য ওয়েস্টিন ঢাকা আয়োজন করছে “টেস্ট অফ অ্যারাবিয়া” – আরব বিশ্বের আসল স্বাদ ও সমৃদ্ধ রন্ধন ঐতিহ্যের এক অনন্য উৎসব প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ আলেমদেরকে রাষ্ট্রের দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে          -ধর্ম উপদেষ্টা সশস্ত্র বাহিনী দিবস আজ ২১ নভেম্বর ২০২৫ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে প্রধান উপদেষ্টার শোকবার্তা রক্তচোষা গ্রুপের মূলহোতা মোঃ জনি ওরফে রক্তচোষা জনি (৩২) কে দেশীয় অস্ত্র সামুরাইসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-২

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে দিনাজপুরে শ্রমিকদের আর্থিক সহায়তা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ সিকান্দার আলী / ২৮৮ পাঠক
প্রকাশকাল শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৮:২৮ পূর্বাহ্ন

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান দিনাজপুরে দুস্থ শ্রমিকদের আর্থিক সহায়তা চেক প্রদানকালে বলেন, “শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শ্রমিকদের কল্যাণের জন্য দিনরাত কাজ করে যাচ্ছে। শ্রমিকদের জন্য শোভন কর্মপরিবেশ, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকল্পে শ্রম আইন, ২০০৬ সংশোধন করা হচ্ছে। যা আন্তর্জাতিক শ্রমমান নিশ্চিত করবে।

গতকাল শুক্রবার দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক প্রদান ও ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শ্রম সচিব বলেন, সরকার শ্রমিকদের অধিকার সুরক্ষা, ন্যায্য মজুরি এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। সংশোধিত শ্রম আইনে শ্রমিকদের সুবিধা আরও সম্প্রসারিত হবে এবং শ্রম অধিকার সংরক্ষণ করা হবে।

সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের বক্তব্য শুনেন এবং সংশ্লিষ্টদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।

উপস্থিত ট্রেড ইউনিয়ন নেতারা শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন এবং সরকারের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় দিনাজপুরের ১৪টি ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ এবং শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে আর্থিক সহায়তাপ্রাপ্ত ৯০ জন উপকারভোগী উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা প্রশাসক, দিনাজপুরসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, আঞ্চলিক শ্রম দপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *