শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৮:১৮ পূর্বাহ্ন

শিরোনাম
খুলনা বিভাগের উন্নয়নচ্যালেঞ্জে বিশিষ্টজনদের ৫ দফা সুপারিশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ২৫ নভেম্বর ২০২৫ থেকে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হবে। স্কুল শিক্ষার্থীদের নিয়ে হাইজিন ক্যাম্পেইন শুরু করলো লায়ন কল্লোল দ্য ওয়েস্টিন ঢাকা আয়োজন করছে “টেস্ট অফ অ্যারাবিয়া” – আরব বিশ্বের আসল স্বাদ ও সমৃদ্ধ রন্ধন ঐতিহ্যের এক অনন্য উৎসব প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ আলেমদেরকে রাষ্ট্রের দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে          -ধর্ম উপদেষ্টা সশস্ত্র বাহিনী দিবস আজ ২১ নভেম্বর ২০২৫ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে প্রধান উপদেষ্টার শোকবার্তা রক্তচোষা গ্রুপের মূলহোতা মোঃ জনি ওরফে রক্তচোষা জনি (৩২) কে দেশীয় অস্ত্র সামুরাইসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-২

নারী গৃহকর্মী সম্মেলন-২০২৫: অধিকার সুরক্ষায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান

আলী আহসান রবি / ১৩১ পাঠক
প্রকাশকাল শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৮:১৮ পূর্বাহ্ন

নারী গৃহকর্মী সম্মেলন-২০২৫” এ প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, আমরা আন্তর্জাতিক শ্রম সংস্থা এর সাথে তিনটি কনভেনশনে স্বাক্ষর করার ব্যাপারে কাজ করছি যেখানে শ্রমিকদের নিরাপত্তা ও শোভন কর্মপরিবেশ নিশ্চিতকরণে শ্রমিকদের বিভিন্ন নির্যাতন বন্ধে সরকার কার্যকর পদক্ষেপ নিতে পারবে। গৃহকর্মীরা যেন নির্যাতনের শিকার না হয় সেটি আমরা সর্বাগ্রে নিশ্চিত করতে বদ্ধপরিকর। ২০১৫ সালের “গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি‘‘ বাস্তবায়নে হয়তো খানিকটা ব্যর্থ কিছু সীমাবদ্ধতার কারণে তবে আমাদের স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় যেসব সেবা রয়েছে সেখানে কিভাবে গৃহকর্মীদের প্রবেশাধিকার নিশ্চিত হয় সেটি নিয়ে আমরা কাজ করতে পারি।

আজ সোমবার আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এর অডিটোরিয়ামে গণসাক্ষরতা অভিযান, বিএনএসকে, সবুজের অভিযান ফাউন্ডেশন, আভাস, সহায় এবং আশার আলো সোসাইটি এর আয়োজনে অক্সফাম ইন বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন এর সহযোগিতায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। তিনি আরও বলেন, গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি, ২০১৫ বাস্তবায়নে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।

গৃহকর্মীদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণ, কর্মঘণ্টা ও ছুটির আইনি স্বীকৃতি, শারীরিক-মানসিক নির্যাতন বন্ধ, সামাজিক সুরক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্তি এবং বিশেষ আইন প্রণয়নের দাবি জানানো হয়। শ্রম সচিব উপস্থাপিত দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ আকারে প্রেরণের আশ্বাস দেন। জাতীয় জরুরি সেবাসমূহ ৯৯৯, ১৬৩৫৭ ও ১০৯২১ নম্বরে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়।

জাতীয় সংগীত ও মাইলস্টোন স্কুল বিমান দূর্ঘটনা ও জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে সম্মেলন শুরু হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধূরী। আলোচনায় অংশ নেন বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ, নারী সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভিন হক, অক্সফামের প্রতিনিধি তারেক আজিজ, বিশ্বব্যাংকের পরামর্শক এবিএম খোরশেদ আলম প্রমুখ।

সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, গৃহকর্মী, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংস্থা প্রতিনিধি উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *