শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জ যুবলীগ নেতা ফিরোজ মাহমুদকে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ ৬০০০ পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাস নেপালে থাকা সকল বাংলাদেশি নিরাপদে আছেন বিআইডব্লিউটিএ এর কর্মকর্তাদের উৎকোচ গ্রহণের অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয় বিএফআইডিসির আধুনিকায়ন ও রপ্তানি সম্ভাবনা উন্মোচনে পরিবেশ উপদেষ্টা ও ইউএনসিডিএফ-এর বৈঠক রূপপুর গ্রীণসিটি প্রকল্পে অস্বাভাবিক ব্যয়ের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় আরো দুই উপ-সহকারী প্রকৌশলীকে বাধ্যতামূলক অবসর ও একজনকে নিম্নবেতন গ্রেডে অবনমিতকরণ গোয়েন্দা পুলিশের অভিযানে ৫০০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার তিন নেপাল থেকে বিশেষ ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে জাতীয় ফুটবল দল আওয়ামী সরকারের আমলে স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জরুল ইসলাম মিঠুকে গ্রেফতার করেছে (ডিবি)

গণপূর্ত অধিদপ্তরের ০৫ জন প্রকৌশলী ও স্হাপত্য অধিদপ্তরের ০১ জন স্থপতিকে বিনা অনুমতিতে কর্মস্হলে অনুপস্হিত থাকায় ‘অসদাচরণ’ এর অভিযোগে চাকুরী থেকে বরখাস্ত হয়েছে

সিনিয়র রিপোর্টার - আলী আহসান রবি / ৭৪ পাঠক
প্রকাশকাল শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন

গণপূর্ত অধিদপ্তরের ০৫ জন প্রকৌশলী ও স্হাপত্য অধিদপ্তরের ০১ জন স্থপতি বিনা অনুমতিতে কর্মস্হলে অনুপস্হিত থাকায় ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ এর অভিযোগে পৃথক সময়ে প্রজ্ঞাপন জারী করে চাকুরী থেকে বরখাস্ত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। যাদের বরখাস্ত করা হয়েছে- মনিরুজ্জামান মনি, উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল), (রিজার্ভ), গণপূর্ত অধিদপ্তর, ঢাকা; আবদুল্লা আল মামুন, উপ-বিভাগীয় প্রকৌশলী(ই/এম), (চলতি দায়িত্ব) (রিজার্ভ), গণপূর্ত অধিদপ্তর, ঢাকা; মোছাঃ রাহানুমা তাজনীন, উপ বিভাগীয় প্রকৌশলী (সিভিল), (চলতি দায়িত্ব) (রিজার্ভ), গণপূর্ত অধিদপ্তর, ঢাকা; ফারহানা আহমেদ, নির্বাহী প্রকৌশলী (ই/এম)(চ:দা:), (রিজার্ভ), গণপূর্ত অধিদপ্তর, ঢাকা; মফিজুল ইসলাম সহকারী প্রকৌশলী (সিভিল), (রিজার্ভ), গণপূর্ত অধিদপ্তর, ঢাকা এবং শিরাজী তারিকুল ইসলাম, সহকারী স্থপতি, স্থাপত্য অধিদপ্তর, ঢাকা। কর্মস্হলে বিনা অনুমতিতে অনুপস্হিত থাকায় ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ এর অভিযোগে রুজুকৃত বিভাগীয় মামলায় তদন্তে প্রমাণিত হওয়ায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সরকারি কর্ম কমিশনের মতামত গ্রহণপূর্বক এবং মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম এর স্বাক্ষরিত আদেশের মাধ্যমে এসকল কর্মকর্তাদের চাকুরী হতে বরখাস্ত করা হয়েছে।

মনিরুজ্জামান মনি Toronto University-তে Civil Engineering Department এর Doctoral Program এ অংশগ্রহণ করে ০১/০৯/২০১৭ থেকে ৩১/০৮/২০২৩ তারিখ পর্যন্ত মঞ্জুরিকৃত প্রেষণ ও ছুটির পর ০১/০৯/২০২৩ থেকে অনুমতিবিহিনভাবে কর্মস্হলে অনুপস্থিত ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪ এর উপবিধি ৩ এর (ঘ) অনুযায়ী তাঁকে ২১ এপ্রিল ২০২৫ তারিখে চাকুরী হতে বরখাস্ত করা হয়।
আবদুল্লা আল মামুন Ph.D in Electrical Engineering কোর্সে অধ্যয়নের নিমিত্ত ০১/০১/২০২১ থেকে ৩১/১২/২০২২ তারিখ পর্যন্ত মঞ্জুরিকৃত প্রেষণের পর ০১/০১/২০২৩ থেকে অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪ এর উপবিধি ৩ এর (ঘ) অনুযায়ী তাঁকে ১৫ মে ২০২৫ তারিখে চাকুরী হতে বরখাস্ত করা হয়।
মোছাঃ রাহানুমা তাজনীন University of Wyoming এ Master of Science in Civil Engineering কোর্সে অধ্যয়নের নিমিত্ত ০১/০৮/২০২১ থেকে ৩১/০৭/২০২৩ তারিখ পর্যন্ত মঞ্জুরিকৃত প্রেষণ মেয়াদ শেষ হওয়ার পর থেকে অননুমোদিতভাবে কর্মস্হলে অনুপস্থিত ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪ এর উপবিধি ৩ এর (ঘ) অনুযায়ী তাঁকে ২ জুলাই ২০২৫ তারিখে চাকুরী হতে বরখাস্ত করা হয়।
ফারহানা আহমেদ Ryerson Univesity-তে Master of Engineering and Electrical Computer Engineering এ কোর্সে অধ্যয়নের নিমিত্ত ২৫/০৯/২০২০ থেকে ২৪/০৯/২০২২ তারিখ পর্যন্ত শিক্ষা ছুটির মেয়াদ শেষ হওয়ার পর থেকে বিনা অনুমতিতে কর্মস্হলে অনুপস্থিত ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪ এর উপবিধি ৩ এর (ঘ) অনুযায়ী তাঁকে ৮ জুলাই ২০২৫ তারিখে চাকুরী হতে বরখাস্ত করা হয়।

মফিজুল ইসলাম University of South Florida তে MS in Civil Engineering কোর্সে অধ্যয়নের নিমিত্ত ২০/১২/২০২৩ থেকে ১৮/১২/২০২৪ তারিখ পর্যন্ত মঞ্জুরিকৃত প্রেষণ মেয়াদ শেষ হওয়ার পর থেকে বিনা অনুমতিতে কর্মস্হলে অনুপস্থিত ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪ এর উপবিধি ৩ এর (ঘ) অনুযায়ী তাঁকে ২৭ জুলাই ২০২৫ তারিখে চাকুরী হতে বরখাস্ত করা হয়।
শিরাজী তারিকুল ইসলাম গত ১২/০৫/২০২২ থেকে অননুমোদিতভাবে কর্মস্হলে ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪ এর উপবিধি ৩ এর (ঘ) অনুযায়ী তাঁকে ২১ মে ২০২৫ তারিখে চাকুরী হতে বরখাস্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *