শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১১:৫০ অপরাহ্ন
দ্বিতীয় দফা ক্ষমতা গ্রহণের পর বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের ওপর শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্যান্য দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমাতে এ পদক্ষেপ নেন তিনি, এতে কিছুটা সুফল পাওয়ার পর শুল্ক কমানোর সিদ্ধান্ত নেয় ট্রাম্প প্রশাসন।
বাংলাদেশের পণ্যের ওপর প্রথমে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়। পরে এটা কমিয়ে ৩৫ এবং সর্বশেষ ২০ শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র , স্থানীয় সময় বৃহস্পতিবার (১ আগস্ট) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে নতুন এই হার নির্ধারণ করা হয়।
ট্রাম্পের ওই নির্বাহী আদেশ হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, আদেশে বাংলাদেশ ছাড়াও কয়েক ডজন দেশের ওপর মার্কিন শুল্কের হার তুলে ধরা হয়েছে, বাকি দেশগুলোর মধ্যে পাকিস্তানের ওপর ১৯ শতাংশ, আফগানিস্তানের ওপর ১৫ শতাংশ, ভারতের ওপর ২৫ শতাংশ, ব্রাজিলের ওপর ১০ শতাংশ, ইন্দোনেশিয়ার ওপর ১৯ শতাংশ, মালয়েশিয়ার ওপর ১৯ শতাংশ, মিয়ানমারের ওপর ৪০ শতাংশ, ফিলিপাইনের ওপর ১৯ শতাংশ, শ্রীলঙ্কার ওপর ২০ শতাংশ ও ভিয়েতনামের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন।