রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৯:৪১ অপরাহ্ন

শিরোনাম
ডিএফপির গবেষণাপত্রের মোড়ক উন্মোচন করলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নুরুল হকের উপর এই অমানবিক হামলা কোনোভাবেই কাম্য নয় -উপদেষ্টা শারমীন এস মুরশিদ রাজধানীর কদমতলী থানা এলাকা হতে ০১ জন মাদক ব্যবসায়ীকে ৬,৩৪০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে -র‍্যাব ২ নূরুল হককে দেখতে ঢামেক হাসপাতালে স্বাস্থ্য উপদেষ্টা কৃষিতে অতিরিক্ত বালাইনাশক ব্যবহারের ফলে হাওরের মৎস্য সম্পদ ক্ষতির সম্মুখীন — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ধর্ম উপদেষ্টার সাথে পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ দেশজুড়ে অভিযান: নিষিদ্ধ পলিথিন জব্দ, কারখানা সিলগালা, জরিমানা ও সতর্কীকরণ কার্যক্রম পরিচালিত গুলিস্তানে চোরাই মোবাইল চক্রের দশ সক্রিয় সদস্য গ্রেফতার: উদ্ধার ১০৩টি মোবাইল ফোন শরীয়তপুর জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের গয়জদ্দিন আকন কান্দিতে প্রকাশ্য দিবালোকে মধ্যবয়সী নারীকে বেআইনিভাবে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে রোহিঙ্গা নারী ও মেয়েদের জন্য জরুরি সুরক্ষার প্রয়োজন

রাজশাহীর সুলতানগঞ্জ নদীবন্দর পরিদর্শন করলেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা

মোঃ সিকান্দার আলী / ৬৯ পাঠক
প্রকাশকাল রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৯:৪১ অপরাহ্ন

নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন আজ সকালে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অবস্থিত সুলতানগঞ্জ নদীবন্দর পরিদর্শন করেন।

পরিদর্শনকালে স্থানীয় জনসাধারণ ও রাজশাহী চেম্বার অব কমার্স এর প্রতিনিধিবৃন্দের আবেদনের পরিপ্রেক্ষিতে উপদেষ্টা বলেন, সুলতানগঞ্জ বন্দরটি চালু করতে প্রাথমিকভাবে অবকাঠামো উন্নয়ন, বিশেষ করে রাস্তাঘাট নির্মাণ জরুরি। সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও স্থানীয় অংশীজনদের সাথে আলোচনা করে অর্থনৈতিক উপযোগিতা যাচাই করে রাজশাহীর সুলতানগঞ্জ নদীবন্দর ও পোর্ট অব কল চালুর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

রাজশাহী চেম্বার অব কমার্সের প্রতিনিধি জানান, সুলতানগঞ্জ বন্দর চালু হলে প্রতি টন পণ্য পরিবহনে ৭০০-৮০০ টাকা খরচ সাশ্রয় হবে। তারা দ্রুত কাস্টমস শুল্ক সেবা চালু করারও অনুরোধ জানান।

পরিদর্শনে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি (বিআইডব্লিউটিএ) এর চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার, রাজশাহীর জেলা প্রশাসক ও স্থানীয় গণমাধ্যমকর্মী।

এর আগে নৌপরিবহন উপদেষ্টা সরেজমিনে সুলতানগঞ্জ নদীবন্দর ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *