মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম
সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ ও ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের পৃথক অভিযানে দুজন পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার সিটি আইটি মেগা ফেয়ার 2025 মুক্তিযুদ্ধা ও বুদ্ধিজীবী অধ্যাপক খান সারওয়ার মুরশিদের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয় বাংলাদেশের অসংক্রামক রোগের প্রভাব ও অকালমৃত্যু হ্রাসে বহুখাতভিত্তিক কার্যক্রম ত্বরান্বিত করা জরুরি ….. মন্ত্রিপরিষদ সচিব নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে নাগরিকদের ১৩ দফা ইশতেহার মহান বিজয় দিবস উপলক্ষ্যে ডিএফপিতে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত শ্রম খাতে অন্তর্বর্তীকালীন সরকারের উন্নয়ন ও অগ্রগতি তুলে ধরলেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত শিক্ষার্থীদের দীর্ঘদিনের যৌক্তিক চাহিদা পূরণের লক্ষ্যকে সামনে রেখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার কাজ করে যাচ্ছে।

কোটি টাকার বেশি জালনোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা

সিকান্দার আলী / ৫৪ পাঠক
প্রকাশকাল মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন

গুলশানে ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম বিন্যান্স (Binance) এর মাধ্যমে প্রতারণামুলকভাবে ডলার ক্রয়ের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো: ১। রুবেল আহম্মদ (৩৮) ও তাপস বাড়ৈ (৩০) । এসময় তাদের হেফাজত থেকে এক কোটি ৩৫ লক্ষ ৭৮ হাজার টাকার জাল নোট, ২২ হাজার নগদ টাকা ও ২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) রাজধানীর গুলশান এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গুলশান থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) থানার একটি নিয়মিত টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গুলশান-২ এলাকায় কতিপয় ব্যক্তি বিন্যান্স (Binance) প্লাটফর্ম এর মাধ্যমে ডলার ক্রয়ের জন্য জাল টাকাসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সকাল আনুমানিক ১১:০০ ঘটিকায় গুলশান-২ এলাকায় অভিযান পরিচালনা করে ২৬ লক্ষ টাকার জাল নোটসহ রুবেল আহম্মেদকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়। রুবেলের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রথমে মিরপুর ও পরবর্তীতে রাত ০৯:৩০ ঘটিকায় গুলশান-২ এলাকায় অভিযান পরিচালনা করে গুলশানের একটি আবাসিক হোটেলের একটি কক্ষ হতে আরও ৮৯ লক্ষ ৯২ হাজার টাকার জালনোট উদ্ধার করা হয় এবং একই হোটেল হতে তাপস বাড়ৈ নামে এই চক্রের আরও একজনকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে ১৯ লক্ষ ৯৬ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত দুইজনসহ পলাতক দুইজন ও অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে গুলশান থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *