মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:২৮ পূর্বাহ্ন

শিরোনাম
সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ ও ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের পৃথক অভিযানে দুজন পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার সিটি আইটি মেগা ফেয়ার 2025 মুক্তিযুদ্ধা ও বুদ্ধিজীবী অধ্যাপক খান সারওয়ার মুরশিদের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয় বাংলাদেশের অসংক্রামক রোগের প্রভাব ও অকালমৃত্যু হ্রাসে বহুখাতভিত্তিক কার্যক্রম ত্বরান্বিত করা জরুরি ….. মন্ত্রিপরিষদ সচিব নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে নাগরিকদের ১৩ দফা ইশতেহার মহান বিজয় দিবস উপলক্ষ্যে ডিএফপিতে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত শ্রম খাতে অন্তর্বর্তীকালীন সরকারের উন্নয়ন ও অগ্রগতি তুলে ধরলেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত শিক্ষার্থীদের দীর্ঘদিনের যৌক্তিক চাহিদা পূরণের লক্ষ্যকে সামনে রেখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার কাজ করে যাচ্ছে।

সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ আদালতে যা বললেন

সিকান্দার আলী / ১৮৬ পাঠক
প্রকাশকাল মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:২৮ পূর্বাহ্ন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেপ্তার সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত, বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন, এর আগে সকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে দুপুরে তাকে আদালতে হাজির করা হয়, আদালতে উপস্থিত হয়ে কলিমউল্লাহ দাবি করেন, শিক্ষামন্ত্রী থাকাকালীন দীপু মনি তার অন্যায় আবদার রাখতে বাধ্য করতেন আমাকে,
দুদকের দায়ের করা মামলায় মোট পাঁচজনকে আসামি করা হয়েছে, অন্য আসামিরা হলেন—বিশ্ববিদ্যালয়ের আরেক সাবেক উপাচার্য এ কে এম নূর-উন-নবী, সাবেক নির্বাহী প্রকৌশলী ও দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম, ঠিকাদার মো. আ. সালাম বাচ্চু এবং এম এম হাবিবুর রহমান।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে নির্ধারিত ডিপিপি (Development Project Proposal) উপেক্ষা করে নকশা পরিবর্তন করেছেন। এছাড়া, ৩০ কোটি টাকার বেশি চুক্তি মন্ত্রণালয় বা বিভাগের অনুমোদন ছাড়াই সম্পাদন করেন তারা।
অভিযোগ রয়েছে, ঠিকাদারের রানিং বিল থেকে কেটে রাখা নিরাপত্তা জামানতকে এফডিআর (ফিক্সড ডিপোজিট রসিদ) আকারে ব্যাংকে জমা রেখে সেই এফডিআর গ্যারান্টার হয়ে ঠিকাদারকে ঋণ গ্রহণে সহযোগিতা করেন অভিযুক্তরা, এতে করে সরকারের চার কোটি টাকা আত্মসাত করা হয়েছে।
এছাড়া, কোনো নিয়ম না থাকলেও ঠিকাদারকে অগ্রিম বিল দেওয়া হয়, এবং বিল সমন্বয়ের আগেই ব্যাংক গ্যারান্টি অবমুক্ত করে দেওয়া হয়, প্রথম পরামর্শক প্রতিষ্ঠানের ডিজাইন না মেনে আরেকটি প্রতিষ্ঠানকে বিধিবহির্ভূতভাবে নিয়োগ দেওয়া হয়।

তদন্ত কর্মকর্তাদের ভাষ্যমতে, টেন্ডারে অস্বাভাবিক হারে মূল্য দাখিল (ফ্রন্ট লোডিং) থাকলেও তা যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি, যা সরকারি ক্রয় আইন লঙ্ঘনের শামিল,
মামলার পর দুদকের আবেদনের প্রেক্ষিতে কলিমউল্লাহসহ পাঁচ আসামির বিদেশ গমনেও নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত,
সাবেক উপাচার্যের গ্রেপ্তার এবং আদালতের রায়ের পর বিশ্ববিদ্যালয়জুড়ে শুরু হয়েছে আলোচনার ঝড়, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় জবাবদিহির বিষয়টি আবারও সামনে চলে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *