মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৩১ পূর্বাহ্ন

শিরোনাম
সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ ও ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের পৃথক অভিযানে দুজন পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার সিটি আইটি মেগা ফেয়ার 2025 মুক্তিযুদ্ধা ও বুদ্ধিজীবী অধ্যাপক খান সারওয়ার মুরশিদের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয় বাংলাদেশের অসংক্রামক রোগের প্রভাব ও অকালমৃত্যু হ্রাসে বহুখাতভিত্তিক কার্যক্রম ত্বরান্বিত করা জরুরি ….. মন্ত্রিপরিষদ সচিব নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে নাগরিকদের ১৩ দফা ইশতেহার মহান বিজয় দিবস উপলক্ষ্যে ডিএফপিতে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত শ্রম খাতে অন্তর্বর্তীকালীন সরকারের উন্নয়ন ও অগ্রগতি তুলে ধরলেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত শিক্ষার্থীদের দীর্ঘদিনের যৌক্তিক চাহিদা পূরণের লক্ষ্যকে সামনে রেখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার কাজ করে যাচ্ছে।

GAIN এর ‘স্বপ্ন’ প্রকল্পের অগ্রগতি দেখতে হা-মীম গ্রুপের কারখানা পরিদর্শন করলেন – শ্র্রম সচিব

সিকান্দার আলী / ২০৪ পাঠক
প্রকাশকাল মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৩১ পূর্বাহ্ন

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভডনিউট্রিশন (GAIN) এর পুষ্টি উন্নয়ন বিষয়ক ‘স্বপ্ন’ প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণের আজ বৃহস্পতিবার টঙ্গী অঞ্চলে অবস্থিত হা-মীম গ্রুপের ক্রিয়েটিভ কালেকশন লিমিটেড কারখানা সরেজমিন পরিদর্শন করেন।

পরিদর্শনকালে শ্রম সচিব কারখানার শ্রমিক, কর্মকর্তা ও মালিক পক্ষের সমন্বয়ে গঠিত পুষ্টি উন্নয়ন কমিটির সাথে মতবিনিময় করেন এবং প্রকল্পের সাফল্য ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত ১০০ ‘পুষ্টি বন্ধু’ (শ্রমিক প্রতিনিধি) এর সাথেও তাদের অভিজ্ঞতা শোনেন।

সচিব আরও বলেন, শ্রমিকদের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ‘স্বপ্ন’ প্রকল্প একটি মডেল হিসেবে কাজ করছে। শ্রমিকরা দেশের অর্থনীতির মেরুদণ্ড; তাদের পুষ্টি নিশ্চিত করতে এই উদ্যোগ অন্যান্য শিল্পখাতেও সম্প্রসারণ করা প্রয়োজন।

পরবর্তীতে শ্রম সচিব কারখানার অভ্যন্তরে স্থাপিত ন্যায্য মূল্যের দোকান পরিদর্শন করেন। GAIN-এর কারিগরি সহায়তায় প্রতিষ্ঠিত এই দোকান থেকে শ্রমিকরা সাশ্রয়ী মূল্যে পুষ্টিকর ও নিরাপদ খাদ্য পাচ্ছেন।

GAIN এর কান্টি ডিরেক্টর বলেন, স্বপ্ন’ প্রকল্পের মাধ্যমে শ্রমিকদের জন্য পুষ্টিকর খাদ্য সরবরাহ, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে পুষ্টিবান্ধব পরিবেশ নিশ্চিত করা হচ্ছে। সরকারের সহযোগিতায় এ প্রকল্পকে আমরা এগিয়ে নিয়ে যাবে।

অনুষ্ঠানে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের গাজীপুর জেলার কর্মকর্তাবৃন্দ, হা-মীম গ্রুপের উচ্চপদস্থ কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *