শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন

শিরোনাম
জাতীয় রাজস্ব বোর্ডের জুলাই-২০২৫ মাসের রাজস্ব আহরণ অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাওর মহাপরিকল্পনা মূল্যায়ন ও হালনাগাদকরণের জন্য সমন্বিত সমীক্ষার খসড়া প্রতিবেদনের উপর মতামত আহ্বান ৭৩ কেজি গাঁজাসহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে বাড্ডা থানা পুলিশ জানুয়ারি থেকে জুন পর্যন্ত ১.২৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংলাদেশ রমনা বিভাগের ডিসিকে নিয়ে আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স(এআই) প্রযুক্তি ব্যবহার করে ছবি তৈরি করে বিভ্রান্তি ছড়ানো প্রসঙ্গে দেশব্যাপী অভিযান: ১২৪৫ কেজি নিষিদ্ধ পলিথিন, শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে জরিমানা, কারখানা সিলগালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন সচিব মো. আব্দুর রহমান তরফদার কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলন, ঢাকা এর যৌথ বিবৃতি এক মন্দির, দুই মসজিদকে জমি বরাদ্দ দিলো বাংলাদেশ রেলওয়ে

GAIN এর ‘স্বপ্ন’ প্রকল্পের অগ্রগতি দেখতে হা-মীম গ্রুপের কারখানা পরিদর্শন করলেন – শ্র্রম সচিব

সিকান্দার আলী / ৭৩ পাঠক
প্রকাশকাল শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভডনিউট্রিশন (GAIN) এর পুষ্টি উন্নয়ন বিষয়ক ‘স্বপ্ন’ প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণের আজ বৃহস্পতিবার টঙ্গী অঞ্চলে অবস্থিত হা-মীম গ্রুপের ক্রিয়েটিভ কালেকশন লিমিটেড কারখানা সরেজমিন পরিদর্শন করেন।

পরিদর্শনকালে শ্রম সচিব কারখানার শ্রমিক, কর্মকর্তা ও মালিক পক্ষের সমন্বয়ে গঠিত পুষ্টি উন্নয়ন কমিটির সাথে মতবিনিময় করেন এবং প্রকল্পের সাফল্য ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত ১০০ ‘পুষ্টি বন্ধু’ (শ্রমিক প্রতিনিধি) এর সাথেও তাদের অভিজ্ঞতা শোনেন।

সচিব আরও বলেন, শ্রমিকদের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ‘স্বপ্ন’ প্রকল্প একটি মডেল হিসেবে কাজ করছে। শ্রমিকরা দেশের অর্থনীতির মেরুদণ্ড; তাদের পুষ্টি নিশ্চিত করতে এই উদ্যোগ অন্যান্য শিল্পখাতেও সম্প্রসারণ করা প্রয়োজন।

পরবর্তীতে শ্রম সচিব কারখানার অভ্যন্তরে স্থাপিত ন্যায্য মূল্যের দোকান পরিদর্শন করেন। GAIN-এর কারিগরি সহায়তায় প্রতিষ্ঠিত এই দোকান থেকে শ্রমিকরা সাশ্রয়ী মূল্যে পুষ্টিকর ও নিরাপদ খাদ্য পাচ্ছেন।

GAIN এর কান্টি ডিরেক্টর বলেন, স্বপ্ন’ প্রকল্পের মাধ্যমে শ্রমিকদের জন্য পুষ্টিকর খাদ্য সরবরাহ, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে পুষ্টিবান্ধব পরিবেশ নিশ্চিত করা হচ্ছে। সরকারের সহযোগিতায় এ প্রকল্পকে আমরা এগিয়ে নিয়ে যাবে।

অনুষ্ঠানে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের গাজীপুর জেলার কর্মকর্তাবৃন্দ, হা-মীম গ্রুপের উচ্চপদস্থ কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *