বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৩ অপরাহ্ন

শিরোনাম
পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট সরকারের সহযোগী ডাকসু নির্বাচন শীর্ষ তিন পদে জয়জয়কার শিবিরের আংশিক রপ্তানিকারকদের জন্য শীঘ্রই ব্যাংক গ্যারান্টির বিপরীতে বন্ড সুবিধা প্রদান মহানবী (সা) এর জীবনাদর্শ তরুণ প্রজন্মকে আলোড়িত করবে -ধর্ম উপদেষ্টা আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে – স্বরাষ্ট্র উপদেষ্টা খাদ্য উৎপাদনের সাথে জড়িত কৃষক ও জেলেদের মর্যাদা বৃদ্ধি করতে হবে। – পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান HS Code অথবা পণ্যের বর্ণনায় ভিন্নতা স্বত্তেও বন্ডেড প্রতিষ্ঠানের মালামাল খালাসের জন্য নির্দেশনা এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও সিন্ডিকেটের সাথে সম্পৃক্ততার কারণে ১৩ টি ট্রাভেল এজেন্সির নিবন্ধন বাতিল আলজেরিয়ায় বাংলাদেশিদের জন্য ‘ই-পাসপোর্ট’ সেবা চালু সেপটিক ট্যাংকের ঝুঁকি ও করণীয় বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেছে ফায়ার সার্ভিস

উড়াল সড়ক প্রকল্পের কাজ দ্রুত শুরু হবে বলেছেন , প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার

আলী আহসান রবি - স্টাফ রিপোর্টার / ৫৫ পাঠক
প্রকাশকাল বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৩ অপরাহ্ন

সুনামগঞ্জের জামালগঞ্জে উড়াল সড়ক প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। রোববার (১৭আগষ্ট) দুপুরে তিনি জামালগঞ্জ উপজেলার সাচনা ও রামপুর গ্রামের মধ্যবর্তী এলাকা ঘুরে দেখেন। পরে তিনি তাহিরপুরের উদ্দেশ্যে রওনা দেন।

পরিদর্শনকালে উপদেষ্টা বলেন, “আমাদের সময়ে অনেক প্রকল্প কেটে দেওয়া হলেও উড়াল সেতুর এই প্রকল্প বাদ যায়নি। টেন্ডার প্রক্রিয়ায় কিছু ত্রুটি থাকায় পুনরায় টেন্ডার আহ্বান করা হবে। যেহেতু প্রকল্পটি একনেকে অনুমোদন পেয়েছে, সেহেতু টেন্ডার হলেই কাজ শুরু হয়ে যাবে।

হাওরাঞ্চলে আবাসিক বিদ্যালয় প্রতিষ্ঠার প্রসঙ্গে তিনি আরও বলেন, শিক্ষকদের কাছ থেকে ইতিবাচক সাড়া না পাওয়ায় এ ধরনের স্কুল স্থাপনের সম্ভাবনা নেই। তবে উড়াল সেতু প্রকল্পে যাদের ব্যক্তিগত ভূমি পড়বে তাদের ক্ষেত্রে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. কামরুল ইসলাম, উড়াল সেতু প্রকল্প পরিচালক গোলাম মাওলা, সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহমদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল রায়, উপজেলা প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা পিযুষ কান্তি মজুমদার প্রমুখ।

উল্লেখ্য, ২০২১ সালের ২৩ নভেম্বর একনেকে ‘হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ অনুমোদন লাভ করে। জামালগঞ্জ-ধর্মপাশা উপজেলাসহ সুনামগঞ্জ জেলার কয়েকটি উপজেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে এ প্রকল্প হাতে নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *