সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন

শিরোনাম
ডিএফপির গবেষণাপত্রের মোড়ক উন্মোচন করলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নুরুল হকের উপর এই অমানবিক হামলা কোনোভাবেই কাম্য নয় -উপদেষ্টা শারমীন এস মুরশিদ রাজধানীর কদমতলী থানা এলাকা হতে ০১ জন মাদক ব্যবসায়ীকে ৬,৩৪০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে -র‍্যাব ২ নূরুল হককে দেখতে ঢামেক হাসপাতালে স্বাস্থ্য উপদেষ্টা কৃষিতে অতিরিক্ত বালাইনাশক ব্যবহারের ফলে হাওরের মৎস্য সম্পদ ক্ষতির সম্মুখীন — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ধর্ম উপদেষ্টার সাথে পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ দেশজুড়ে অভিযান: নিষিদ্ধ পলিথিন জব্দ, কারখানা সিলগালা, জরিমানা ও সতর্কীকরণ কার্যক্রম পরিচালিত গুলিস্তানে চোরাই মোবাইল চক্রের দশ সক্রিয় সদস্য গ্রেফতার: উদ্ধার ১০৩টি মোবাইল ফোন শরীয়তপুর জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের গয়জদ্দিন আকন কান্দিতে প্রকাশ্য দিবালোকে মধ্যবয়সী নারীকে বেআইনিভাবে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে রোহিঙ্গা নারী ও মেয়েদের জন্য জরুরি সুরক্ষার প্রয়োজন

তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে খিলগাঁও থানা পুলিশ গ্রেফতার এক।

আলী আহসান রবি - স্টাফ রিপোর্টার / ৭৫ পাঠক
প্রকাশকাল সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন

তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- মোঃ গাজী সুজন (২৫) ।

খিলগাঁও থানা সূত্রে জানা যায়, গত (২৫ মার্চ ২০২৫) মোস্তাফিজুর রহমান তাঁর নিজস্ব TVS 4V লাল রঙের মোটরসাইকেলটি খিলগাঁও থানাধীন বনশ্রীতে তাঁর অফিসের নিচের গ্যারেজের সামনে লক করে রেখেছিলেন। বিকেল ০৫:০০ ঘটিকায় তিনি দেখেন মোটরসাইকেলটি আর সেখানে নেই। আশপাশে খোঁজাখুঁজির পরও মোটরসাইকেলটি না পাওয়ায় তিনি খিলগাঁও থানায় অভিযোগ দায়ের করেন এবং মামলা রুজু করা হয়।

পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা তথ্যপ্রযুক্তির সাহায্যে গত (১৭ আগস্ট ২০২৫) রাত ১১:০০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানাধীন আকানগর এলাকায় অভিযান পরিচালনা করে গাজী সুজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুজনের দেয়া তথ্যের ভিত্তিতে (১৭ আগস্ট ২০২৫) রাত ১১:৩০ ঘটিকায় পুলিশ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানাধীন নুরজাহানপুর মধ্যপাড়ায় ডালিম মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে চুরি হওয়া TVS 4V লাল রঙের মোটরসাইকেলটি উদ্ধার করে।

থানা সূত্রে আরো জানা যায়, সুজনের তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে একই জেলার নবীনগর থানাধীন ধরাভাঙ্গা এলাকার নূর মোহাম্মদের বাড়ি থেকে (১৮ আগস্ট ২০২৫) রাত ১২:১০ ঘটিকায় একটি সুজুকি জিক্সার ১৫০ সিসি কালো রঙের মোটরসাইকেল এবং দোলাইগঞ্জ এলাকার পবিত্র বমনের বাড়ি থেকে একই তারিখ রাত ১:১৫ ঘটিকায় একটি পালসার ১৫০ সিসি কালো রঙের মোটরসাইকেল উদ্ধার করে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *