শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৭:০০ পূর্বাহ্ন

শিরোনাম
খুলনা বিভাগের উন্নয়নচ্যালেঞ্জে বিশিষ্টজনদের ৫ দফা সুপারিশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ২৫ নভেম্বর ২০২৫ থেকে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হবে। স্কুল শিক্ষার্থীদের নিয়ে হাইজিন ক্যাম্পেইন শুরু করলো লায়ন কল্লোল দ্য ওয়েস্টিন ঢাকা আয়োজন করছে “টেস্ট অফ অ্যারাবিয়া” – আরব বিশ্বের আসল স্বাদ ও সমৃদ্ধ রন্ধন ঐতিহ্যের এক অনন্য উৎসব প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ আলেমদেরকে রাষ্ট্রের দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে          -ধর্ম উপদেষ্টা সশস্ত্র বাহিনী দিবস আজ ২১ নভেম্বর ২০২৫ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে প্রধান উপদেষ্টার শোকবার্তা রক্তচোষা গ্রুপের মূলহোতা মোঃ জনি ওরফে রক্তচোষা জনি (৩২) কে দেশীয় অস্ত্র সামুরাইসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-২

জীবনযাত্রাকে সহজ, দ্রুত এবং কার্যকর করেছে  কৃত্তিম বুদ্ধিমত্তা:- সিনিয়র সচিব

আলী আহসান রবি - স্টাফ রিপোর্টার / ২০৫ পাঠক
প্রকাশকাল শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৭:০০ পূর্বাহ্ন

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন; কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বর্তমান  যুগে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্বাস্থ্যসেবা, যানবাহন, ব্যবসা, শিক্ষা, বিনোদন, কৃষি সহ আরও নানা ক্ষেত্রে এআই প্রযুক্তি বিপ্লব ঘটাচ্ছে। এই বিপ্লবে যুক্ত হচ্ছে ভূমিসেবা। ভূমি ব্যবস্থাপনায় এআই এর মাধ্যমে নির্ভুল তথ্য পাওয়া যাবে। বর্তমানে এআই আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ োহয়ে উঠেছে। প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে, এআই  আমাদের জীবনযাত্রাকে আরও সহজ, দ্রুত এবং কার্যকর করে তুলছে। 

আজ(মঙ্গলবার) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘ভূমি সেবায় Artificial Intelligence(AI) এর ব্যবহার এবং Block Chain সম্পর্কে ধারণা প্রদান শীর্ষক ‘লানিং সেশন’ উদ্বোধন’অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কৃত্রিম বুদ্ধিমত্তা কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা যা মানুষের বুদ্ধিমত্তা এবং চিন্তাশক্তিকে কম্পিউটার দ্বারা অনুকরণ করার চেষ্টা করে। এটি মানব বুদ্ধিমত্তার মতো কাজ করে,যেমন:- শেখা, যুক্তি করা, সমস্যা সমাধান, উপলব্ধি এবং সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম। 

ভূমি জ্ঞান সিস্টেমে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার সন্নিবেশ করা হলে সাধারণ মানুষ তাঁদের প্রয়োজনীয় ভূমি আইনসহ যে কোনো সমস্যার সমাধান এই সিস্টেম খুব সহজে বের করে দেবে। ভূমি–সম্পর্কিত জ্ঞান এবং সব ধরনের তথ্য সবার হাতের মুঠোয় পৌঁছে দিতে ভূমি মন্ত্রণালয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পোর্টালের মাধ্যমে সেবা দিতে কাজ করছে; বলেন সিনিয়র সচিব। 

সিনিয়র সচিব আরো বলেন; কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে নামজারি শুনানির তারিখ সেবাগ্রহীতাকে ফোন করে জানানোর ব্যবস্থা গ্রহণ করে যাবে। নামজারি সম্পন্ন হওয়ার পর সেবা গ্রহণকারী সেবার মানের বিষয়ে মতামতও দিতে পারবেন। ভূমি মন্ত্রণালয় সেবামুখী মন্ত্রণালয়। এআই সিস্টেমে দুর্নীতির কোনো সুযোগই থাকবেনা।  

লানিং সেশনে আরো উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব)এএসএম সালাউদ্দিন নাগরী; অতিরিক্ত সচিব(প্রশাসন অনুবিভাগ),মো: শরিফুল ইসলাম; অতিরিক্ত সচিব (আইন অনুবিভাগ), মো: আব্দুর রউফ, এনডিসি; অতিরিক্ত সচিব(উন্নয়ন অনুবিভাগ),মো: এমদাদুল হক চৌধুরী; অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন অনুবিভাগ),মোহাম্মদ মাহফুজুর রহমানসহ ভুমি মন্ত্রণালয়ের ঊর্ব্ধতন কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *