শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন

শিরোনাম
খুলনা বিভাগের উন্নয়নচ্যালেঞ্জে বিশিষ্টজনদের ৫ দফা সুপারিশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ২৫ নভেম্বর ২০২৫ থেকে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হবে। স্কুল শিক্ষার্থীদের নিয়ে হাইজিন ক্যাম্পেইন শুরু করলো লায়ন কল্লোল দ্য ওয়েস্টিন ঢাকা আয়োজন করছে “টেস্ট অফ অ্যারাবিয়া” – আরব বিশ্বের আসল স্বাদ ও সমৃদ্ধ রন্ধন ঐতিহ্যের এক অনন্য উৎসব প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ আলেমদেরকে রাষ্ট্রের দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে          -ধর্ম উপদেষ্টা সশস্ত্র বাহিনী দিবস আজ ২১ নভেম্বর ২০২৫ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে প্রধান উপদেষ্টার শোকবার্তা রক্তচোষা গ্রুপের মূলহোতা মোঃ জনি ওরফে রক্তচোষা জনি (৩২) কে দেশীয় অস্ত্র সামুরাইসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-২

ডিএমপির তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জন গ্রেফতার

Enbnews24 | ইএনবি নিউজ ডেস্ক- / ১২৬ পাঠক
প্রকাশকাল শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর তেজগাঁও বিভাগের ছয়টি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জনকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও বিভাগ।

তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, রবিবার (১৭ আগস্ট ২০২৫) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে ৪১ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, তদন্তাধীন মামলার আসামি, মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চোর, সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত চিহ্নিত ও অভ্যাসগত অপরাধী।

তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং থানার অফিসার ইনচার্জদের তত্ত্বাবধানে তেজগাঁও বিভাগের ছয়টি থানার নিয়মিত টহল টিম ও বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

আদাবর থানা সূত্রে জানা যায়, রবিবার (১৭ আগস্ট ২০২৫) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে তিন জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ শাহাদৎ হোসেন খান (২০) ২। মোঃ জুয়েল রানা (২৭) ও ৩। রাসেল মোল্লা (৪৫)।
অন্যদিকে ডিএমপির মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। ইফতান (২৭) ২। ইসমাইল (২৩) ৩। শামীম (৩০) ৪। মোজাফফর (৫৫) ৫। অপূর্ব (১৯) ৬। কোরবান (১৯) ৭। হৃদয় (২৩) ৮। আরমান (২৩) ৯। ওয়াসিম (৩১) ১০। রিফাত (২৭) ও ১১। রায়হান কবির (৩১)

তেজগাঁও থানা সূত্রে জানা যায়, বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে চারজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ১। আনোয়ার হোসেন (৪০) ২। রাসেল মিয়া (২৭) ৩। মোঃ ইনতাজ (২১) ও ৪। নুপুর ওরফে লিজা (২৩)
তেজগাঁও শিল্পাঞ্চল সূত্রে জানা যায়, বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে তিন জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ নিয়ামত আলী (৭২) ২। মোঃ রেজাউল করিম পাটোয়ারী (৪৯) ও ৩। রিয়াদ মুন্সী (১২)
অন্যদিকে একই দিন হাতিরঝিল থানা কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে পাঁচ জনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ শুভ (১৯) ২। মোঃ মোবারক উল্লাহ (২৭) ৩। রনি দাস (২৬) ৪। বাবু হাওলাদার ওরফে এম্পল বাবু (৩৮) ও ৫। মোঃ আওয়াল চৌকিদার অভি (২৯) ।

শেরেবাংলা নগর থানা সূত্রে জানা যায়, রবিবার (১৭ আগস্ট ২০২৫) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে ১৫ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- ১। শফিউর (৪৫) ২। মামুন (৩৩) ৩। রমজান (২২) ৪। জসিম (২৯) ৫। শামীম (২২) ৬। মারুফ (২৯) ৭। মিজান (২৮) ৮। জুয়েল (২৩) ৯। রায়হান (২৫) ১০। আলামিন (১৯ ) ১১। মুছা (২০) ১২। ফারহান (২০) ১৩। কালু (২৫) ১৪। শাকিল (২১) ও ১৫। রাফসানুল (১৯)

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *