সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৪ অপরাহ্ন

শিরোনাম
ডিএফপির গবেষণাপত্রের মোড়ক উন্মোচন করলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নুরুল হকের উপর এই অমানবিক হামলা কোনোভাবেই কাম্য নয় -উপদেষ্টা শারমীন এস মুরশিদ রাজধানীর কদমতলী থানা এলাকা হতে ০১ জন মাদক ব্যবসায়ীকে ৬,৩৪০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে -র‍্যাব ২ নূরুল হককে দেখতে ঢামেক হাসপাতালে স্বাস্থ্য উপদেষ্টা কৃষিতে অতিরিক্ত বালাইনাশক ব্যবহারের ফলে হাওরের মৎস্য সম্পদ ক্ষতির সম্মুখীন — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ধর্ম উপদেষ্টার সাথে পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ দেশজুড়ে অভিযান: নিষিদ্ধ পলিথিন জব্দ, কারখানা সিলগালা, জরিমানা ও সতর্কীকরণ কার্যক্রম পরিচালিত গুলিস্তানে চোরাই মোবাইল চক্রের দশ সক্রিয় সদস্য গ্রেফতার: উদ্ধার ১০৩টি মোবাইল ফোন শরীয়তপুর জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের গয়জদ্দিন আকন কান্দিতে প্রকাশ্য দিবালোকে মধ্যবয়সী নারীকে বেআইনিভাবে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে রোহিঙ্গা নারী ও মেয়েদের জন্য জরুরি সুরক্ষার প্রয়োজন

১২২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ও সতর্কবার্তা প্রদান

মোঃ সিকান্দার আলী / ৯০ পাঠক
প্রকাশকাল সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৪ অপরাহ্ন

অদ্য ১৯ আগস্ট ২০২৫ তারিখে পরিবেশ অধিদপ্তর কর্তৃক পরিবেশ সংরক্ষণ আইন ও সংশ্লিষ্ট বিধিমালা বাস্তবায়নের লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে একযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

যশোর ও ঢাকা মহানগরের চকবাজার ও শান্তিনগর এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে ০৩টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ০৭টি মামলার মাধ্যমে ১ লক্ষ ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ১২২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এসময় কয়েকটি সুপারশপসহ বিভিন্ন দোকান মালিক ও সাধারণ জনগণকে সতর্কতামূলক বার্তা প্রদান এবং লিফলেট বিতরণ করা হয়।

শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুসারে কক্সবাজার, পঞ্চগড়, রংপুর, রাজবাড়ী, নারায়ণগঞ্জ ও ঢাকা জেলার কেরানীগঞ্জ এলাকায় ০৬টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৯টি মামলার মাধ্যমে ২৬ হাজার আটশত টাকা জরিমানা আদায় করা হয় এবং ৩০টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। একই সঙ্গে কয়েকটি যানবাহনের চালককে সতর্ক করা হয়।

ঢাকা মহানগরের খিলক্ষেত এলাকায় যানবাহন কর্তৃক মানমাত্রাতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে ০১টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এসময় ০৪টি মামলার মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা আদায় এবং সংশ্লিষ্ট পরিবহনের চালকদের সতর্ক করা হয়।

এছাড়া বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুসারে পঞ্চগড় ও ঢাকা মহানগরের বনশ্রী ও রামপুরা এলাকায় নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণ করার দায়ে ০২টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ০৩টি মামলার মাধ্যমে ৩১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি পার্শ্ববর্তী কয়েকটি প্রতিষ্ঠানের মালিককে সতর্ক করা হয় এবং তাৎক্ষণিকভাবে নির্মাণ সামগ্রী অপসারণের নির্দেশ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *